দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পেরুর স্থানীয় সময় সকাল ৭টা ২মিনিটে কম্পনটি আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, এটির কেন্দ্রস্থল ছিল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় আজাঙ্গারো শহর। ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ২১৭ দশমিক ৮ কিলোমিটার।