X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মাস্কের সঙ্গে স্ত্রীর সম্পর্কের জের, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ব্রিনের বিবাহবিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:০১

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্জে ব্রিনের সঙ্গে স্ত্রী নিকোল শানাহানের বিবাহবিচ্ছেদ হয়েছে। বন্ধু ইলন মাস্কের সঙ্গে স্ত্রীর সম্পর্কের অভিযোগের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিন। ২৬ মে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছে বলে আদালতের নথিতে জানা গেছে।

আদালতে দাখিল করা নথিপত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেইজ সিক্স ব্রিন ও নিকোলের বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছে।

বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, ব্রিন নিকোলকে বিয়ে করার আগেও আরেকটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী অ্যান ওয়াজসিকি সঙ্গে ২০১৫ সালেই বিবাহবিচ্ছেদ হয়েছিল তার। পরে নিকোলের সঙ্গে ব্রিনের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিয়ে করেন তারা। কিন্তু এই সংসারও বেশিদিন টিকেনি। ২০২১ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। অবশেষে ২০২২ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ব্রিন।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, এলন মাস্কের সঙ্গে স্ত্রীর গোপন সম্পর্কের অভিযোগ তুলেছিলেন ব্রিন। এই অভিযোগের এক মাসের মাথায় বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন তিনি। ব্রিনের এই অভিযোগকে মাস্ক ও নিকোল উভয়েই অস্বীকার করেছেন।

ইলন মাস্ক এক্সে (সাবেক টুইটার) বলেন, আমার সঙ্গে ব্রিনের বহু বছরের বন্ধুত্ব। আমরা গত রাতেও একসঙ্গে একটি পার্টিতে ছিলাম। আর তাছাড়া নিকোলকে তিন বছরে মাত্র দুইবার দেখেছি। দুবারই অনেক মানুষজনের সঙ্গে তাকে দেখেছি। এখানে রোমান্টিকতার কিছু ছিল না।

এদিকে ২০২২ সালের  জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল এমন, ‘স্ত্রীর সম্পর্কের’  অভিযোগে দুই বন্ধুর সম্পর্কে ভাটা’

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, ৫০ বছর বয়সী সার্জে ব্রিন বিশ্বের নবম ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার। ৩৪ বছর বয়সী নিকোল একজন আইনজীবী। তিনি বিয়া-ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

সূত্র: এনডিটিভি

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বশেষ খবর
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা