X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ইসরায়েলকে ১৭.৬ বিলিয়ন ডলার সহায়তার সুপারিশ মার্কিন প্রতিনিধি পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলকে নতুন করে এক হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তা দেওয়ার এই আইনটি উপস্থাপন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। শনিবার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামরিক সহায়তা প্রস্তাবটি বিল আকারে পাসের জন্য প্রতিনিধি পরিষদের সদস্যদেরকে চিঠি দিয়েছেন স্পিকার মাইক জনসন। চিঠিতে বলা হয়েছে, এই বিলটির ওপর আগামী সপ্তাহে সিনেটে ভোটাভুটি হবে। ধারণা করা হচ্ছে, সেসময় মেক্সিকোর সঙ্গে দক্ষিণ মার্কিন সীমান্তে নিরাপত্তা জোরদার করার প্রস্তাবও থাকবে।

ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে হাউজ অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি বলেছে, এক হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র ব্যবস্থা, কামান ও অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরি করতে পারবে ইসরায়েল।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, হাউজের রক্ষণশীলরা ইসরায়েলের জন্য তহবিল পাসে বাধা দেবে কিনা তা স্পষ্ট নয়। তবে সহায়তা বিলে তাইওয়ানকেও সহায়তায় অন্তর্ভুক্ত করতে চায়  সিনেট।

প্রতিবেদন অনুসারে, এর আগে ইসরায়েলের জন্য এক হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছিল রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউজ। কিন্তু সেখানে শর্ত ছিল, অভ্যন্তরীণ রাজস্ব খাতে নির্ধারিত অর্থের একটি অংশ রেখে, তারপর তা ইসরায়েলকে দেওয়া হবে।

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেট এই শর্তের কারণে তা আটকে দেয়। ধারণা করা হচ্ছে, নতুন একটি প্যাকেজের প্রস্তাব করা হতে পারে, যার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়া যাবে।

যুক্তরাষ্ট্রে যেকোনও বিল পাসের কিছু নিয়ম আছে। যেমন, ইসরায়েল বা ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্রদানের জন্য প্রথমে প্রতিনিধি পরিষদে উপস্থাপন করা হয়। তারপর সিনেটে বিল পাস হওয়ার পর তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়। প্রেসিডেন্টের সইয়ের পরই বিলটি আইনে পরিণত হয়।

/এসএইচএম/এসএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ
চীন-থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানালেন সি
মার্কিন সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করলো মেক্সিকো
সর্বশেষ খবর
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
থামুন, শান্ত হোন: উপদেষ্টা মাহফুজ আলম
থামুন, শান্ত হোন: উপদেষ্টা মাহফুজ আলম
কাকরাইলে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
কাকরাইলে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
মুজারাবানির ৭ উইকেট, চালকের আসনে জিম্বাবুয়ে
মুজারাবানির ৭ উইকেট, চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান