X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনে হস্তক্ষেপের মামলায় প্রেসিডেন্সিয়াল দায়মুক্তি নেই ট্রাম্পের: আদালত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫

নির্বাচনে হস্তেক্ষেপের মামলায় সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তির দাবি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আদালত দায়মুক্তির দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগের মামলার বিচারে কোনও বাধা নেই। এর ফলে নজিরবিহীন ফৌজদারি বিচার প্রক্রিয়ার মুখোমুখি দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আপিল আদালতের তিন বিচারকের প্যানেল ট্রাম্পের দায়মুক্তির দাবি খারিজ করে দিয়েছেন। ট্রাম্প দাবি করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন সংশ্লিষ্ট অভিযোগে তার বিচার করা যাবে না।

সর্বসম্মত রায়ে বিচারকরা বলেছেন, প্রেসিডেন্ট কার্যালয় সেখানে দায়িত্ব পালনকারীদের পরবর্তী সময়ের জন্য আইনের ঊর্ধ্বে স্থান দেয়, এমনটি আমরা মেনে নিতে পারি না।

আদালতের উপসংহারে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় কোনও ফৌজদারি অপরাধের বিচার করার ক্ষেত্রে নির্বাহী দায়মুক্তি ট্রাম্পকে সুরক্ষা দেবে না।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তিনি চেয়েছিলেন দায়মুক্তি দাবিতে তার বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলার বিচার এড়াতে। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে অবমাননা করেছেন।

রায়ের পর ট্রাম্পের প্রচারণা শিবিরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, সাবেক প্রেসিডেন্ট আদালতের এই রায়ের শ্রদ্ধার সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং তিনি আপিল করবেন।

স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনেছেন। ওই সময় ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য চতুরতার আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন স্মিথ।

আগামী ৪ মার্চ থেকে মামলাটির বিচার কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়মুক্তির দাবির মীমাংসা না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?