X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছয় অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ২৩:০৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২৩:০৬

যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ ছয়টি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সাত মাস আগে মঙ্গলবার (২৬ মার্চ) এই সুসংবাদ পেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ ও মর্নিং কনসাল্ট পরিচালিত জনমত জরিপ অনুসারে, উইসকনসিনে ট্রাম্পের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছেন বাইডেন। গত মাসে সেখানে চার পয়েন্ট পিছিয়ে ছিলেন তিনি।

এদিকে, পেনসিলভেনিয়ায় সমান অবস্থানে আছেন তারা। কিন্তু গত মাসে এখানেই ছয় পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প। মিশিগানেও দুই প্রার্থী সমান অবস্থানে আছেন।

নভেম্বরের জরিপে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও উত্তর ক্যারোলিনায় ট্রাম্প এগিয়ে ছিলেন। এবারের জরিপে শুধু জর্জিয়াতেই সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীর ব্যবধান বেড়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার উত্তর ক্যারোলিনায় প্রচারে যাওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু ট্রাম্পের কোনও প্রচারাভিযানের কর্মসূচি ছিল না।

সোমবার নিউইয়র্কে ৩৪টি অভিযোগে এবং একটি জালিয়াতির মামলায় ফৌজদারি বিচারের জন্য আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

৪৫৪ মিলিয়ন ডলার জরিমানার রায়ের বিরুদ্ধে আপিল করার সময় তাকে ১৭৫ মিলিয়ন ডলারের বন্ড দিতে হবে। ট্রাম্পের বিরুদ্ধে ১৪টি ফৌজদারি অভিযোগ এবং রাষ্ট্রীয় গোপন নথি ব্যবস্থাপনার আইন লঙ্ঘনসহ ৪০টি অভিযোগ রয়েছে। ইতোমধ্যে একটি মানহানির মামলায় ৯২ মিলিয়ন ডলার বন্ড দিতে হয়েছে ট্রাম্পকে।

ট্রাম্পকে ‘দুর্বল প্রার্থী’ উল্লেখ করে বাইডেনের প্রচারণা শিবিরের একজন মুখপাত্র বলেন, ট্রাম্প তার বিপজ্জনক অ্যাজেন্ডা দিয়ে ভোটারদের দূরে ঠেলে দিচ্ছেন।

এদিকে, ট্রাম্পের প্রচারণার মুখপাত্র জেসন মিলার বলেন, সাত রাজ্যজুড়ে ৪৩-৪৭ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

মিলার ব্লুমবার্গকে বলেছেন, ফলাফল থেকে দেখা গেছে, জো বাইডেনের মুদ্রাস্ফীতি, দক্ষিণ সীমান্ত ও তার উন্মাদ ইভি ম্যান্ডেটের জন্য ভোটাররা অতিষ্ঠ। তার নীতির জেরে মার্কিন শিল্প ধ্বংস হওয়ার মুখে।

বাইডেনের জন্য উদ্বেগের বিষয়ের মধ্যে রয়েছে ট্রাম্পকে সমর্থন না দেওয়া রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালির বেশিরভাগ সমর্থক বলেছেন যে, তারা নভেম্বরে ট্রাম্পকে ভোট দেবেন।

আর প্রেসিডেন্টের জন্য আশাব্যঞ্জক ইঙ্গিতগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক অবস্থার ইতিবাচকতা। অনেক ভোটার বলছেন তারা সম্প্রতি বাইডেন সম্পর্কে ইতিবাচক খবর দেখেছেন। বিশেষ করে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের পর।

ডেমোক্র্যাটিক কৌশলবিদ ও ভাষ্যকার সাইমন রোজেনবার্গ বলেন, নির্বাচনের গতি এখন পরিবর্তিত হচ্ছে। বাইডেনের দিকে ঘুরে যাচ্ছে। সাম্প্রতিক দশটি জাতীয় জনমত জরিপে দেখা গেছে, বাইডেন এগিয়ে রয়েছেন। ইকোনমিস্টের জরিপে গড়ে ১ পয়েন্ট, হ্যারিসের জরিপে চার পয়েন্ট এবং এখন ব্লুমবার্গ/এমসি জরিপে বাইডেনের পক্ষে অগ্রগতি উঠে এসেছে।

ব্লুমবার্গ/মর্নিং কনসাল্ট জরিপে, প্রায় অর্ধেক বাইডেনপন্থি ভোটার বলেছেন, তারা ট্রাম্পকে জিততে দেবেন না।

মর্নিং কনসাল্টের মার্কিন রাজনীতি বিশ্লেষক এলি ইয়োকলি ব্লুমবার্গকে বলেছেন, নেতিবাচক শক্তি মানুষকে অনুপ্রাণিত করে। যারা আজ জো বাইডেনকে সমর্থন করছে তাদের সেই নেতিবাচক শক্তি প্রকাশ করার সম্ভাবনা অনেক বেশি। যা ২০২০ সালের প্রচারাভিযানকে উৎসাহিত করেছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বশেষ খবর
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই