X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাফায় অভিযানের নির্দিষ্ট তারিখ যুক্তরাষ্ট্রকে জানায়নি ইসরায়েল: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ০৯:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:২৩

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা উপত্যকার রাফা শহরে স্থল অভিযান শুরু করার নির্দিষ্ট তারিখ যুক্তরাষ্ট্রকে জানায়নি ইসরায়েল। মঙ্গলবার (৯ এপ্রিল) তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে বড় ধরনের একটি অভিযান শুরুর নির্দিষ্ট তারিখ যুক্তরাষ্ট্রকে জানায়নি ইসরায়েল।

তবে তিনি বলেছেন, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা নিয়মিত যোগাযোগের মধ্যে রয়েছেন। তারা চেষ্টা করছেন যেকোনও ধরনের বড় অভিযানে যাতে করে বেসামরিকদের প্রকৃত ক্ষতি না হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাতে অভিযান পরিচালনায় অটুট থাকা এবং অভিযানের তারিখ ঠিক করা হয়েছে বলে মন্তব্যের একদিন পর ব্লিঙ্কেন এই মন্তব্য করলেন।

ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র মনে করে, রাফাতে ইসরায়েল স্থল অভিযান হবে একটি ভুল। বেসামরিকদের সুরক্ষায় গ্রহণযোগ্য পরিকল্পনা দেখতে চায় বলে দাবি করেছে ওয়াশিংটন।

রাফা শহরে এখন প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। বেশিরভাগ ফিলিস্তিনি গাজা অপর এলাকা থেকে উচ্ছেদ হয়ে এখানে আশ্রয় নিয়েছেন। নেতানিয়াহু দাবি করে আসছেন, হামাসকে নির্মূল করতে হলে রাফাতে অভিযান পরিচালনা করতে হবে, এটি ফিলিস্তিনি গোষ্ঠীর শেষ ঘাঁটি।

মিসরের কায়রোতে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি সমঝোতার বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় আলোচনা চলছে। ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা কায়রোতে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ছয় মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে কয়েকটি দেশ। তবে দেশটি তা অস্বীকার করে আসছে।

/এএ/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড