X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

ইরানের ওপর 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের কৌশল ফিরিয়ে আনতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই পদক্ষেপ নিচ্ছেন বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প তার প্রথম মেয়াদে অনুসৃত ইরানের ওপর কঠোর নীতি ফিরিয়ে আনছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, সদ্য সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ়তা দুর্বল করেছেন।

ট্রাম্প তার নির্বাচনি প্রচারণায় বলেছিলেন, বাইডেনের তেল রফতানি নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ না করার নীতি ওয়াশিংটনকে দুর্বল করেছে এবং তেহরানকে সাহস জুগিয়েছে। যা ইরানকে তেল বিক্রি, নগদ অর্থ সঞ্চয় এবং সশস্ত্র মিলিশিয়ার মাধ্যমে পরমাণু কর্মসূচি ও প্রভাব বিস্তার করতে সক্ষম করেছে।

২০২৪ সালে ইরানের অপরিশোধিত তেল রফতানি কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটি রাজস্ব সংগ্রহের জন্য নিষেধাজ্ঞা এড়ানোর উপায় খুঁজে পেয়েছে।

এই কঠোর নীতি ফিরিয়ে আনার সময় ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে প্রস্তুত হচ্ছেন। ট্রাম্প একটি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে স্বাক্ষর করবেন। যার মাধ্যমে ইরানের ওপর 'সর্বোচ্চ অর্থনৈতিক চাপ' প্রয়োগের জন্য মার্কিন ট্রেজারি সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হবে। এর মধ্যে বিদ্যমান নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও প্রয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বোচ্চ চাপ প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে একটি অভিযান বাস্তবায়ন করবে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের অনুমান অনুযায়ী, তেহরানের তেল রফতানি থেকে ২০২৩ সালে ৫৩ বিলিয়ন ডলার এবং এর আগের বছর ৫৪ বিলিয়ন ডলার আয় হয়েছে। ওপেকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উৎপাদন ২০১৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ট্রাম্পের পরিকল্পনার খবরে মঙ্গলবার তেলের দাম মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত প্রধান মিত্রদের সঙ্গে কাজ করবেন ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ পুনর্বহাল করতে। ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বোচ্চ চাপ কৌশলের লক্ষ্য ছিল কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতিকে চাপে রাখা এবং দেশটিকে একটি চুক্তি করতে বাধ্য করা, যা তার পরমাণু ও ব্যালিস্টিক অস্ত্র কর্মসূচিকে ব্যাহত করবে।

বাইডেন প্রশাসন ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাগুলো কার্যত শিথিল করেনি। তবে নিষেধাজ্ঞাগুলো কতটা কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, প্রয়োজনে তারা ইরানের ওপর সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত।  যাতে করে দেশটি পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

 

/এএ/
সম্পর্কিত
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সর্বশেষ খবর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ