X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চীন বিরোধী মিছিল করায় কিরগিজিস্তানে পুলিশের ধরপাকড়

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ২০:৪৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:৫০
image

কিরগিজিস্তানে চীনের প্রভাব বৃদ্ধির প্রবাদে আহুত মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানী বিশকেকের এই মিছিলে যোগ দেওয়া প্রতিবাদকারীদের মধ্যে ডজনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্য এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধির প্রতিবাদে হওয়া আয়োজনগুলোর মধ্যে কিরগিজিস্তানের এই মিছিলটি এখন পর্যন্ত সবচেয়ে বড়। চীন বিরোধী মিছিল করায় কিরগিজিস্তানে পুলিশের ধরপাকড়

সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ কিরগিজিস্তানে চীন বিরোধী মনোভাব দিন দিন বাড়ছে। ৬০ লাখ জনসংখ্যার দেশটির রাজধানী বিশকেকে বিদ্যুৎ সরবরাহ করা উৎপাদন কেন্দ্রেটি পাঁচ দিন ধরে বন্ধ থাকার প্রেক্ষিতে এ মনোভাব তীব্রতর হয়ে ওঠে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি সংস্কারের জন্য কাজ করছিল চীনা প্রতিষ্ঠান। ব্যার্থতার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তাছাড়া চীনের শিনজংয়ে ইউঘুর ও কাজাখ বংশোদ্ভূতদের পাশাপাশি কিরগিজ বংশোদ্ভূতদের গণহারে আটকের ঘটনায় কিরগিজিস্তানের বাসিন্দাদের মধ্যে চীন বিরোধী মনোভাব প্রবল হয়ে উঠেছে।

কিরগিজিস্তানে চীন বিরোধী মিছিলে অংশগ্রহণকারীদের দাবি ছিল, দেশটি থেকে চীনা প্রভাব হ্রাসের। চীনা নাগরিকদের কাজের অনুমতি দেওয়ার সংখ্যা ও চীনা ঋণের পরিমাণ কমানোর দাবির পাশাপাশি তার বলেছে, চীনা ও কিরগিজ নাগরিকদের মধ্যে হওয়া বিয়েও নিষিদ্ধ করতে হবে। মিছিলটি যে সময় পর্যন্ত হওয়ার কথা ছিল, সে সময় অতিক্রান্তের পর প্রতিবাদকারীদের কেউ কেউ সরকারি ভবনের দিকে অগ্রসর হলে কিরগিজ পুলিশ হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করে।

মধ্য এশিয়ার দেশগুলোর জন্য চীন সবচেয়ে বড় বিনিয়োগকারীদের একটি। দেশগুলোর বাণিজ্যিক বড় সহযোগীদের মধ্যেও প্রধান উৎস চীন। ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প বাস্তবায়নের জন্য অঞ্চলটি চীনের জন্য গুরুত্বপূর্ণ। আন্দোলনকারীদের বিষয়ে কিরগিজিস্তানের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কুবাতবেক বোরোনেভ মন্তব্য করেছেন, আন্দোলনকারীরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে আন্দোলন করছে। গত দুই বছর ধরে চীন থেকে কিরগিজিস্তানে যাওয়া চীনাদের সংখ্যা এক হাজার জনেরও কম।

/এএমএ/
সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে