X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকটের মূল খুঁজতে মিয়ানমারের প্রতি আসিয়ানের আহ্বান

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ২৩:৪৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০১:৫৮
image

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের সংগঠন আসিয়ানের এক সভায় রোহিঙ্গা সংকটের মূল কারণ খুঁজে বের করে তার সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে মিয়ানমারের প্রতি। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস মন্তব্য করেছে, সভায় উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীরা সংগঠনটির ‘সমালোচনামূলক বক্তব্য না দেওয়ার’ নীতি অনুসরণ করে গেছেন। আশিয়ানের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড। ১০ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই সভা দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দেশটিতে রোহিঙ্গা সংকটের মূল খুঁজতে মিয়ানমারের প্রতি আসিয়ানের আহ্বান

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। সন্ত্রাসবিরোধী শুদ্ধি অভিযানের নামে শুরু হয় নিধনযজ্ঞ। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে থাকে ধারাবাহিকভাবে। এমন বাস্তবতায় নিধনযজ্ঞের বলি হয়ে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। আগে থেকে উপস্থিত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় প্রায় দশ লাখে। এসব রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে।

আসিয়ানের সাধারণ নীতি সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সমালোচনামূলক বক্তব্য না দেওয়া। কিন্তু মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়টি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। এটি এই অঞ্চলের স্থিতিশীলতার বিষয়। ফলে তা সভায় আলোচিত হয়েছে। কিন্তু সমালোচনামূলক বক্তব্য পরিহার করার নীতি থেকে মিয়ানমারের বিরুদ্ধে কোনও হুঁশিয়ারি দেওয়া হয়নি।

রাখাইনের পরিস্থিতি মূল্যায়নের জন্য আসিয়ানের পর্যবেক্ষক পাঠানোর কথা। এ বিষয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনি এক সমাপনী সংবাদ সম্মেলনে বলেছেন, পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি বিলম্বিত হচ্ছে পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায়। তার ভাষ্য, ‘পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলেই আপনারা মিয়ানমার ও রাখাইনে আসিয়ানের সম্মিলিত প্রচেষ্টার বাস্তবায়ন দেখতে পারবেন।’

ডন জানিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রীদের সভায় সদস্যরা বলেছেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গা সংকটের মূল কারণ খুঁজে বের করা এবং তার সমাধানে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা, যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গারা রাখাইনে ফিরে গিয়ে নিজেদের নতুন জীবন শুরু করতে পারে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য থেকে আরও জানা গেছে, বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আসিয়ান জাতিসংঘের সহযোগী হওয়ার প্রস্তাব দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রীদের ওই সভায় উপস্থিত ছিলেন মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইয়াও তিন। ওয়াশিংটন পোস্ট লিখেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি হলেও পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রায়ই তাকে অন্য কাউকে দায়িত্ব দিয়ে পাঠাতে দেখা যায়।

/এএমএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী