X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে মুম্বাইসহ মহারাষ্ট্রে রাতের কারফিউ

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ২২:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৯:০৪

ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়াতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন প্রজাতিতে আক্রান্ত শনাক্ত হয়েছে। করোনার নতুন প্রজাতি নিয়ে নতুন করে আতঙ্ক ও সতর্কতা শুরু হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে এই নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছে রাতের কারফিউ। সোমবার রাজ্য সরকার ঘোষণা করেছে, ৫ জানুয়ারি পর্যন্ত মুম্বাই ও রাজ্যের অন্যান্য বড় শহরে রাত ১১ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে মুম্বাইসহ মহারাষ্ট্রে রাতের কারফিউ

শনিবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতি থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের থেকেও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এই নতুন প্রজাতিটি আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। নতুন প্রজাতি নিয়ে সতর্ক হয়েছে ভারতও। দেশটির কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আসা কোনও বিমানকেই অবতরণ করতে দেওয়া হবে না।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। ব্রিটেন থেকে ভারতে আসার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবারের আগে যেসব যাত্রীরা ব্রিটেন থেকে ভারতে আসবেন তাদের আরটি-পিসিআর টেস্ট করানোর পর প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনা রিপোর্ট পজিটিভ হলে কোনও কোভিড সেন্টারে আইসোলেশনে থাকতে হবে।  

সম্প্রতি ভারতে করোনা সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। দেশটির স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, দৈনিক সংক্রমণের হার কমছে। করোনায় মৃত্যুহারও কম। এমন পরিস্থিতিতে নতুন ভাইরাস প্রজাতি ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে। এত বড় জনসংখ্যার দেশে নতুন ভাইরাল প্রজাতি হু হু করে ছড়াতে থাকবে। পরিস্থিতি আর নিয়ন্ত্রণে আনা যাবে না।

ব্রিটেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়াতে ছড়িয়েছে ভাইরাসের নতুন প্রজাতি। সোমবার সকালে ইতালিতেও নতুন ভাইরাল স্ট্রেনের সংক্রমণের কথা জানা গেছে। এর পরেই ব্রিটেন থেকে আসা বিমান বাতিল করে দিয়েছে একাধিক দেশ।

 

/এএ/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
সর্বশেষ খবর
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার