X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে মার্কিন উপস্থিতি নিয়ে বেইজিংয়ের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৭:২৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:২৫

দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি জানিয়েছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র প্রায়ই সেখানে জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে। যা শান্তির জন্য ভালো নয়। তাইওয়ান নিয়ে উত্তেজনার মধ্যেই বিতর্কিত দক্ষিণ চীন সাগরের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী প্রবেশের পর এই মন্তব্য করলো বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন হয়। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটি। বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করেছে। এছাড়া তাইওয়ান নিয়েও উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

তাইওয়ানের আকাশে টানা দ্বিতীয় দিনের মতো চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। রবিবারের অভিযানে চীনের ১৫টি বিমান অংশ নেয়। তাইওয়ানের বিমান বাহিনী বিমানগুলোকে সতর্ক করে সরিয়ে দিয়েছে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।

মার্কিন সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এই নৌবহর প্রবেশ করেছে। এই নৌবহর সাগরের স্বাধীনতার পক্ষে প্রচার চালাবে। মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন নৌবহরে রয়েছে টিকোনডেরোগা-ক্লাস গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস বাংকার হিল এবং আলেইগ বার্কে-ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাসেল, ইউএসএস জন ফিন।  

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিত দক্ষিণ চীন সাগরে বিমান ও নৌযান পাঠিয়ে নিজেদের শক্তির প্রদর্শন করছে। যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।

তাইওয়ানে চীনা যুদ্ধবিমান কী করছিল এই বিষয়ে চীন এখনও মন্তব্য করেনি। ঝাও লিজিয়ান এই বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়ার কথা বলেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি মেনে চলা।

 

/এএ/
সম্পর্কিত
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
মহড়ার পর আবারও চীনকে আলোচনার প্রস্তাব তাইওয়ানের
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডো ও টেক্সাসে তীব্র তাপপ্রবাহের আভাস
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
লক্ষ্মীপুর উপকূলের ২০ গ্রাম প্লাবিত
লক্ষ্মীপুর উপকূলের ২০ গ্রাম প্লাবিত
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ