X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ-মার্কিন নিষেধাজ্ঞায় মিয়ানমার জান্তানিয়ন্ত্রিত কোম্পানি

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ২১:১৮আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:১৮

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত দুটি শিল্প গোষ্ঠীকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের বিরোধিতাকারীদের ওপর দমন-পীড়নের জের ধরে এই উদ্যোগ নিয়েছে দেশ দুটি। ওয়াশিংটন এটিকে মিয়ানমার জান্তার বিক্ষোভকারীদের প্রতি ঘৃণ্য সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞার তালিকায় মিয়ানমা ইকোনমিক হোল্ডিংস পাবলিক কোম্পানি লিমিটেড এবং মিয়ানমার ইকোনমিক করপোরেশন লিমিটেড।

ব্রিটেনও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে দুটি কোম্পানির প্রতিনিধিদের কোনও মন্তব্য পায়নি রয়টার্স। এর আগে বার্তা সংস্থাটি জানিয়েছিল, নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মার্কিন এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে এই দুটি কোম্পানির যে কোনও সম্পদ জব্দ করতে পারবে। সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক কর্মকর্তা থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এটি সেগুলোর সর্বশেষ।

এই তালিকায় থাকার ফলে মার্কিন কোম্পানি বা নাগরিকরা দুটি কোম্পানির সঙ্গে বাণিজ্য বা আর্থিক করতে পারবে না। এছাড়া যেহেতু ডলারে যে কোনও লেনদেন মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়, তাই তালিকায় থাকা কোম্পানি আমেরিকার ব্যাংক ব্যবস্থায় নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়।

 বৃহস্পতিবারের এই পদক্ষেপটি মিয়ানমার জান্তার বিরুদ্ধে সবচেয়ে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ। এই দুটি কোম্পানি দেশটির অর্থনীতির বড় একটি নিয়ন্ত্রণ করে। তাদের ব্যবসা সিগারেট থেকে টেলিযোগাযোগ, টায়ার, খনি ও আবাসনে বিস্তৃত।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ধারাবাহিকভাবে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
সর্বশেষ খবর
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু