X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পাকিস্তানে সিআইএ ঘাঁটির প্রশ্নই আসে না: ইমরান খান

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ১৮:৫২আপডেট : ২০ জুন ২০২১, ১৯:২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট করে বলেছেন, ‘আফগানিস্তানে কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনও ঘাঁটি বা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। একেবারেই না’। সোমবার সকালে প্রচারিতব্য এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। সাক্ষাৎকারের প্রচারিত সংক্ষিপ্তসারের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডেইলি টাইমস এ খবর জানিয়েছে।

অ্যাক্সিওস ওন এইচবিও অনুষ্ঠানে ইমরান খানের জানতে চাওয়া হয়েছিল, আল-কায়েদা, আইএস বা তালেবানের বিরুদ্ধে সীমান্ত পার হয়ে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের জন্য পাকিস্তানে মার্কিন সরকার সিআইএ ঘাঁটি চাইলে তিনি অনুমোদন দেবেন কিনা।

জবাবে ইমরান খান বলেন, ‘অবশ্যই না’। তখন পাকিস্তানের অবস্থান নিশ্চিত হতে আবারও তার কাছে জানতে চাওয়া হয়, আসলেই?

আফগানিস্তানে জঙ্গিবাদ মোকাবিলায় পাকিস্তান ও আঞ্চলিক বিভিন্ন দেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

এর আগে হোয়াইট হাউজের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছিলেন, আল-কায়েদা বা আইএস কিংবা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে এমন কোনও জঙ্গিগোষ্ঠী যেন আফগানিস্তান আবারও ঘাঁটি গড়তে না পারে সেজন্য ওয়াশিংটনের সামর্থ্য বৃদ্ধিতে পাকিস্তানের সঙ্গে সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক চ্যানেলে গঠনমূলক আলোচনা হয়েছে।

এরপর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, কয়েকজন মার্কিন কর্মকর্তা পাকিস্তানের সঙ্গে আলোচনা অচলাবস্থায় গড়িয়েছে। তবে অপর কয়েকজন জানিয়েছেন, আলোচনার পথ এখনও উন্মুক্ত এবং চুক্তির সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করায় দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখতে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপায় খুঁজছে সিআইএ।

এই প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছিলেন, তারা স্থিতিশীল আফগানিস্তান চান। কিন্তু কিছু উপাদান রয়েছে যারা এই অঞ্চলে শান্তি চায় না। তিনিও জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল