X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গুরুত্বপূর্ণ দলের সমর্থন হারালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২১, ১৭:৪৬আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭:৪৬

মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ও ক্ষমতাসীন সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। বুধবার করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে একজন সিনিয়র ইউএমএনও নেতাকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কয়েক ঘণ্টা পর ইয়াসিনের পদত্যাগ দাবি করলো দলটি।

ইউএমএনও দলের কয়েকজন আইনপ্রণেতা ইয়াসিনের দলের নেতাদের আচরণে অসন্তুষ্ট। কিন্তু দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই সমর্থন প্রত্যাহারের কারণে মুহিদ্দিন ইয়াসিন বা মন্ত্রিসভায় কোনও প্রভাব পড়বে না। কারণ প্রধানমন্ত্রীর  প্রতি সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন রয়েছে কিনা তা শুধু পার্লামেন্ট নির্ধারণ করতে পারে। কোনও রাজনৈতিক দল এটি করতে পারে না।

এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এখন যে প্রধানমন্ত্রীর প্রতি পার্লামেন্ট সদস্যদের আস্থা নাই বলে পর্যন্ত সরকারের কাছে কোনও স্পষ্ট কিছু নাই।

২৬ জুলাই থেকে দেশটির পার্লামেন্টে পাঁচ দিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে স্থগিত করার পর এই বছর পার্লামেন্টের এটিই হবে প্রথম অধিবেশন। করোনাভাইরাস মহামারির কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করায় অধিবেশন স্থগিত হয়।

সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে ইউএমএনও মন্ত্রীদের হাতে। এসব মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে স্বাস্থ্য, প্রতিরক্ষা ও পররাষ্ট্র। তবে কোনও মন্ত্রীই পদত্যাগ করবেন বলে জানাননি।

এই বিষয়ে মালয়েশীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য জানতে চাইলে রয়টার্স কোনও সাড়া পায়নি।

/এএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী