X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা, ফ্লাইট স্থগিত

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২১, ১৭:০৯আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৩৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। রবিবার ভোরে সেখানে অন্তত তিনটি রকেট আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তালেবানের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে।

তালেবানের দাবি, সরকারি বাহিনীর বিমান হামলা প্রতিহত করতেই তারা এই হামলা চালিয়েছে। দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘কান্দাহার বিমানবন্দরে আমরা হামলা চালিয়েছি। কেননা, শত্রুরা আমাদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।’

বিমানবন্দরের প্রধান মাসুদ পশতুন জানান, তালেবানের নিক্ষেপ করা তিন রকেটের মধ্যে দুটি এয়ারপোর্টের রানওয়েতে গিয়ে পড়েছে। ফলে আপাতত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ আশা করছে, প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করে রবিবার দিন শেষে ফের বিমানবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এদিকে গত চার মাসে সাড়ে ১৩ হাজারেরও বেশি তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। তালেবান দৃশ্যত পুরো আফগানিস্তানে নিজেদের কর্তৃত্ব বিস্তৃত করে চলেছে। মার্কিন বাহিনীর এমন পর্যালোচনার মাত্র এক সপ্তাহের মাথায় আফগান সরকারের পক্ষ থেকে দলটির হাজার হাজার সদস্যকে হত্যার এমন দাবি করা হলো।

শুক্রবার আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল থেকে এ পর্যন্ত চলা যুদ্ধে ১৩ হাজার ৫৫৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও ১১ হাজার ৫৪ জন। তবে এতে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি।

তালেবানের পক্ষ থেকে অবশ্য সরকারের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। দলটির একজন প্রতিনিধি জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে-এর কাছে বলেছেন, সরকারের দাবি প্রচারণার জন্য চালানো মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। বাস্তবে তালেবানের খুব সামান্যই ক্ষতি হয়েছে।

ওদিকে আফগানিস্তানের তিন গুরুত্বপূর্ণ শহর কান্দাহার, হেরাত ও লস্করগাহ ঘিরে জোরালো লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনীর কাছ থেকে এসব শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে তালেবান সেখানে হামলা চালাচ্ছে। খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমের হেরাত শহরে তালেবান যোদ্ধারা ঢুকে পড়েছে। লড়াই চলছে লস্করগাহ ও কান্দাহারেও।

আফগানিস্তান বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত টমাস নিকলাসন বলেছেন, তার আশঙ্কা যুদ্ধ আরও খারাপ দিকে মোড় নেবে। বিবিসিকে তিনি বলেন, তার ধারণা তালেবান এখন আগের মতোই আবার একটি ইসলামিক আমিরাত প্রতিষ্ঠার কথা ভাবছে।

ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস হুঁশিয়ারি দিয়েছেন যে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের ফলে এখন আফগান নিরাপত্তা বাহিনীর মনোবলে ধস নামতে পারে। পরিণামে তালেবান আবার দেশটির নিয়ন্ত্রণ নিতে পারে। সেখান থেকে আবার নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকি তৈরি হতে পারে। সূত্র: রয়টার্স, এনএইচকে, বিবিসি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?