X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সহিংসতার জন্য জান্তাবিরোধীদের দুষলেন মিয়ানমারের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৭:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৪৭

মিয়ানমারে শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ায় দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় বিরোধীদের দায়ী করছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মিয়ানমারে এখনকার সহিংসতার জন্য সন্ত্রাসীগোষ্ঠীগুলো দায়ী। তারা সহিংসতা উস্কে দিচ্ছে। এ বিষয়গুলো কারও নজরে পড়ছে না। দেশের এমন ঘটনাগুলো নিয়ে চিন্তা করছে না কেউ। কিন্তু আমরাই কেবল সমস্যা সমাধানে কাজ করে চলছি। এমনকি আসিয়ানেরও উচিত চলমান সমস্যা মোকাবিলায় এগিয়ে আসা’।

আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে বাদ দিয়ে মিয়ানমার থেকে বেসামরিক দলের প্রতিনিধিকে আমান্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন। চলতি মাসের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে নির্বাচিত প্রতিনিধি উপস্থিতি থাকার কথা শোনা যাচ্ছে। তবে কে মিয়ানমারের পক্ষ থেকে আসিয়ানের সম্মেলনে অংশ নিচ্ছেন তা এখনও জানাননি সংশ্লিষ্টরা।

এদিকে মিয়ানমারের সামরিক সরকারের এক মুখপাত্র আসিয়ানের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর পেছনে বিদেশি ইন্ধন রয়েছে মনে করেন তিনি। 'সম্মেলনে সেনাপ্রধানকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি আসিয়ান, আসিয়ানের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী'।

১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। আগস্টে মিন অং হ্লাইং নিজেকে নতুন গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ২০২৩ সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সামরিক সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলেছেন দেশটির সাধারণ মানুষ। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা