X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

সহিংসতার জন্য জান্তাবিরোধীদের দুষলেন মিয়ানমারের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৭:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৪৭

মিয়ানমারে শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ায় দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় বিরোধীদের দায়ী করছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মিয়ানমারে এখনকার সহিংসতার জন্য সন্ত্রাসীগোষ্ঠীগুলো দায়ী। তারা সহিংসতা উস্কে দিচ্ছে। এ বিষয়গুলো কারও নজরে পড়ছে না। দেশের এমন ঘটনাগুলো নিয়ে চিন্তা করছে না কেউ। কিন্তু আমরাই কেবল সমস্যা সমাধানে কাজ করে চলছি। এমনকি আসিয়ানেরও উচিত চলমান সমস্যা মোকাবিলায় এগিয়ে আসা’।

আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে বাদ দিয়ে মিয়ানমার থেকে বেসামরিক দলের প্রতিনিধিকে আমান্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন। চলতি মাসের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে নির্বাচিত প্রতিনিধি উপস্থিতি থাকার কথা শোনা যাচ্ছে। তবে কে মিয়ানমারের পক্ষ থেকে আসিয়ানের সম্মেলনে অংশ নিচ্ছেন তা এখনও জানাননি সংশ্লিষ্টরা।

এদিকে মিয়ানমারের সামরিক সরকারের এক মুখপাত্র আসিয়ানের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর পেছনে বিদেশি ইন্ধন রয়েছে মনে করেন তিনি। 'সম্মেলনে সেনাপ্রধানকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি আসিয়ান, আসিয়ানের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী'।

১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। আগস্টে মিন অং হ্লাইং নিজেকে নতুন গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ২০২৩ সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সামরিক সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলেছেন দেশটির সাধারণ মানুষ। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
টেকনাফ-মংডু রুটেও বন্ধ রফতানিবন্দরে নষ্ট হচ্ছে পণ্য, বড় লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের
মিয়ানমারে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠিয়েছে চীন
রিমান্ড শেষে কারাগারে আরসার প্রধান ও পাঁচ সহযোগী
সর্বশেষ খবর
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা