X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সামরিক বাহিনীর হামলায় ২০ বেসামরিক নিহত: মিয়ানমার নাউ

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১৯:৪৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহী অধ্যুষিত একটি গ্রামে সামরিক বাহিনীর হামলায় ২০ জনের মতো বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। প্রাণহানির পাশাপাশি প্রায় ৪০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ-এর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

গত ডিসেম্বরের শেষের দিকে গ্রামটিতে এ হামলা চালানো হয়। সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, উত্তর-পূর্ব সাগাইং অঞ্চলে হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬০ বছর বা তদুর্ধ্ব বয়সেরও চার জন রয়েছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি-র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থানের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে উঠে। জান্তা সরকার নৃশংস উপায়ে এসব প্রতিরোধ দমন করতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে দৃশ্যত একটি গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে অগ্রসর হয় মিয়ানমার।

জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রথম এলাকাগুলোর একটি  ছিল সাগাইং। সামরিক বাহিনী শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে হত্যার পর সেখানকার বেসামরিক লোকজন সশস্ত্র বিদ্রোহে অংশ নিতে শুরু করে। দফায় দফায় সশস্ত্র সংঘাত, হত্যাযজ্ঞ আর সামরিক বাহিনীর বিমান হামলা প্রত্যক্ষ করেছে এই এলাকাটি।

সংবাদমাধ্যম মিয়ানমার নাউ বলছে, গত ডিসেম্বরের শেষের দিকে নাচাউং গ্রামের দখল নেয় সামরিক বাহিনী। প্রতিরোধ গোষ্ঠীগুলো ৩১ ডিসেম্বর সেনাদের হামলার শিকার হওয়া ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে।

বেশ কিছু সহিংস ঘটনার মধ্য দিয়ে মিয়ানমারে বিদায় নিয়েছে ২০২১ সাল। বড়দিনের প্রাক্কালে থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন কায়াহ রাজ্যে সেনাবাহিনী কর্তৃক ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর দুই সদস্যও রয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হলে এ সংক্রান্ত খবরগুলোকে চক্রান্তকারীদের সাজানো প্রতিবেদন হিসেবে আখ্যায়িত করে জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় মিডিয়া।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা