X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনলো জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২২, ০২:৩৪আপডেট : ১৬ মার্চ ২০২২, ০২:৩৮

মিয়ানমার সেনাবাহিনী তার দেশের নাগরিকদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চালাচ্ছে। এ অবস্থায় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ, নির্যাতন এবং হত্যাযজ্ঞের অভিযোগ এনেছে জাতিসংঘ। ২০২০ সালে অং সান সু চি’র সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই প্রথম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করলো সংস্থাটি।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেলে ব্যাচেলেট অভিযোগ করে বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের জীবনের কোনও তোয়াক্কা করছে না। জনবহুল এলাকায় বিমান হামলার পাশপাশি ভারী অস্ত্র ব্যবহার করছে। ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট করছে। 

প্রকাশিত রিপোর্ট নিয়ে বিবৃতিতে তিনি আরও বলেন, অনেকের মাথায় গুলি করা হয়েছে, পুড়িয়ে মারা হচ্ছে, নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। প্রতিবেদনে এসব অপকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এদিকে মিয়ানমারের সেনাবাহিনী বলছে, তাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া এবং শান্তি বজায় রাখ। এ ধরনের নৃশংসতার অভিযোগ অস্বীকার করে দেশটিতে অস্থিরতার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করা হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংসতার শিকার মিয়ানমারের এমন বহু মানুষের সাক্ষাতের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শী, স্যাটেলাইটের ধারণকৃত ছবিসহ ওপেন সোর্স তথ্যের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

সেনারা মিয়ানমারের সাগাংই অঞ্চলে গণহত্যা চালিয়েছে এবং অনেকের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কায়াহ রাজ্যের অনেক জায়গায় নারী ও শিশুদের পুড়িয়ে মারার মরদেহ পাওয়া গেছে। কিছু বিষয় ইঙ্গিত করে যে, তারা নির্যাতনের মুখ থেকে পালানোর চেষ্টা করে।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা অন্তত এক হাজার ৬০০ মানুষকে হত্যা এবং ১২ হাজার ৫০০ জনকে বন্দি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া