X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ৩ চীনা শিক্ষকের নিহতের ঘটনায় নিন্দা বেইজিংয়ের

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ১৪:৫৮আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪:৫৮

পাকিস্তানে এক আত্মঘাতী হামলায় তিন নাগরিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে চীন। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় তিন চীনা শিক্ষক এবং তাদের পাকিস্তানি গাড়িচালক নিহত হন। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।

কয়েক সপ্তাহের রাজনৈতিক টানাপোড়েনের পর নতুন দায়িত্ব গ্রহণ করা পাকিস্তান সরকারের প্রতি কঠিন চ্যালেঞ্জ সামনে এনেছে এই হামলার ঘটনা।

দীর্ঘদিনের মিত্র এবং মূল বিনিয়োগকারী হিসেবে পাকিস্তান জুড়ে বড় উন্নয়ন প্রকল্পে ব্যাপকভাবে জড়িত চীন। তবে পাকিস্তানে চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে বিএলএ। তাদের দাবি এসব বিনিয়োগে স্থানীয়দের কোনও লাভ নেই।

বিশ্বজুড়ে চীনের নরম কূটনৈতিক কৌশলের মূল অংশ হিসেবে কাজ করছে কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো।

আরও পড়ুন: করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৪

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর ঝাও লিজিয়ান টুইট বার্তায় লিখেছেন, ‘চীন এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।’ তিনি পাকিস্তানি কর্তৃপক্ষকে ‘পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করার’ এবং ‘ঘটনায় জড়িত সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে জোরালোভাবে লড়াই করার’ আহ্বান জানান।

এই ঘটনার পর চীনকে সন্তুষ্ট করতে ঝাঁপিয়ে পড়েছেন পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও। মঙ্গলবার ইসলামাবাদে চীনা দূতাবাসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ব্যক্তিগতভাবে ছুটে গেছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । বিরল পদক্ষেপে তিনি একটি হাতে লেখা চিঠিও দিয়েছেন। তাতে ‘পাকিস্তানের মাটি থেকে সমস্ত জঙ্গি এবং সন্ত্রাসীদের নির্মূল করতে’ তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি লেখেন, ‘দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হবো না।’

/জেজে/
সম্পর্কিত
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ