শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে ঢুকে পড়া বিক্ষোভকারীরা সেখানে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার দাবি করেছেন। রবিবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের এসব অর্থ গুনতে দেখা গেছে। এসব অর্থ নিরাপত্তা বাহিনীর স্থানীয় ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, প্রেসিডেন্টের বাড়িতে অর্থ পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ঘটনা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
আর্থিক অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হাজার হাজার বিক্ষোভকারী শনিবার প্রথমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে এই সময়ে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউই নিজেদের বাড়িতে ছিলেন না।
প্রেসিডেন্টের অবস্থান এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীরা শনিবার সকালে রাজধানী কলম্বোয় প্রবেশের পর থেকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে কেবল যোগাযোগ হয়েছে পার্লামেন্টের স্পিকার ইয়াপা আবেবর্ধেনার। শনিবার রাতে স্পিকার জানান প্রেসিডেন্ট বুধবার পদত্যাগ করবেন।