X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাখাইনে মিয়ানমার জান্তার গোলাবর্ষণে নিহত ২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০

মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর গোলাবর্ষণে সাত বছরের দুই শিশু নিহত হয়েছে। সরকারি সেনাদের সঙ্গে জাতিগত সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির চলমান সংঘাতের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটলো। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রবিবার রাতে কিয়ায়ুকতাউ সেনাবাহিনীর ঘাঁটি থেকে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। কোনও কারণ ছাড়াই বেসামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, কালাদান নদীর তীরবর্তী না গা ইয়ার গ্রামে মগ কো নাইং নামের শিশু নিহত হয়েছে। গ্রামের এই বাড়িটিতে স্থানীয় আরও কয়েকজন আশ্রয় নিয়েছিলেন। মর্টারের গোলা সরাসরি বাড়িটিতে আঘাত হানে। পিঠে আঘাতের কারণে তিন ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

গোলাবর্ষণের ফলে গ্রামের আরেক পুরুষ আহত হন।

শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডাউং টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণে সাত বছর বয়সী এক মুসলিম শিশু নিহত ও তার দুই প্রতিবেশী আহত হয়েছে। উরুতে আঘাত পাওয়া ছেলেটি কয়েকদিন পর হাসপাতালে মারা গেছে।

এপ্রিলে আরাকান আর্মির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মিয়ানমার জান্তা। আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান রাখাইন রাজ্যে বিচার ব্যবস্থা, রাজস্ব বিভাগ ও জননিরাপত্তা কার্যালয়সহ প্রশাসনিক ব্যবস্থা জারি করেছে। গত মাসে বুথিডাউং, মংডু, রাথেডাউং ও ম্রাউক-ইউ টাউনশিপ ও কাছের চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপ বড় ধরনের সংঘাত শুরু হয়।

এখন পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর ৩৬টি সামরিক ঘাঁটি ও ফাঁড়ি দখলের দাবি করেছে আরাকান আর্মি। গত মঙ্গলবার কিয়ায়ুকতাউ ঘাঁটি থেকে গোলাবর্ষণে না গা ইয়ার গ্রামে চার সদস্যের একটি পরিবার আহত হয়েছে। রবিবার সকালে সেনাবাহিনীর গোলাবর্ষণে কিয়ায়ুকতাউ ও মিনবিয়াতে কয়েকটি বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের কোনও খবর পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়