X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে নিষিদ্ধ কেন?

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৯

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি কয়েকটি প্রদেশে হৃদয়ের ছবিযুক্ত কার্ডও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো?  

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন শিক্ষার্থীদের একটি সমাবেশে বক্তব্য দেন। এতে নারী শিক্ষার্থীদের উপস্থিতিই ছিল সবচেয়ে বেশি। ব্ক্তব্যে তিনি ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে পালন থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘যে ভ্যালেন্টাইন’স ডের সঙ্গে আমাদের সংস্কৃতির কোনও যোগসূত্র নেই তা প্রত্যাখ্যান করা উচিত। ঢালাওভাবে এ ধরনের পশ্চিমা সংস্কৃতির অনুকরণ পাকিস্তানের ঐতিহ্যের জন্য হুমকি।’

প্রেসিডেন্টের এই বক্তব্যের পর বেশ কয়েকটি প্রদেশে ভ্যালেন্টাইন’স ডে পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়। পাকিস্তানে সাধারনত গোলাপী ও লাল হৃদয় আকৃতির বেলুন, টেডি বিয়ার পুতুল, চকোলেট ও গোলাপ উপহার দিয়ে ভ্যালেন্টাইন’স ডে পালন করা হতো।

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে নিষিদ্ধ কেন?

কোহাট জেলা প্রশাসনের কর্মকর্তা মাওলানা নিয়াজ মুহাম্মদ বিবিসিকে জানান, ভ্যালেন্টাই ‘স ডের কোনও বৈধ পটভূমি নেই। দ্বিতীয়ত এটি আমাদের ধর্মবিরোধী। তাই এ দিবস পালন নিষিদ্ধ করা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান দেশটির রাজধানী ইসলামাবাদে ভ্যালেন্টাইন’স ডে পালনে নিষেধাজ্ঞার নির্দেশ দেন বলে খবর প্রকাশ হয়। ছুটির দিনে কেউ দিবসটি পালন করলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা দেন তিনি। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের নির্দেশের কথা অস্বীকার করা হয়েছে।

পাকিস্তানে ভ্যালেন্টাইন ‘স ডে নিষিদ্ধের প্রধান কারণ হলো দিবসটি সেইন্ট ভ্যালেন্টাইনের নামে। যিনি একজন খ্রিস্টান। এটাই পাকিস্তানের কট্টরপন্থী মুসলমানদের উদ্বেগের কারণ। রক্ষণশীলদের দ্বারা পরিচালিত পাকিস্তানের একটি পত্রিকায় একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে। তাতে ভ্যালেন্টাইন’স ডে কে ‘অশ্লীল উৎসব’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে নিষিদ্ধ কেন?

বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘একবার ভেবে দেখুন, কাল আমাদের ছেলেমেয়েরা হিন্দুদের দিওয়ালি, খ্রিস্টানদের বড়দিন উৎসব পালন শুরু করেছে। কে জানে ইসলামবিরোধী আরও যেসব উৎসব আছে তাও পালন শুরু করে।’

খাইবার পাখতুন খাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারের জেলা পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করেই ভ্যালেন্টাইন’স ডে নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ‘সমাজের কিছু মানুষ চান ভ্যালেন্টাইন’স ডে পালনের মাধ্যমে দেশে পশ্চিমা সংস্কৃতি অনুকরণ করুক তরুণ প্রজন্ম। আমাদের সংস্কৃতি ও সভ্যতায় এ ধরনের অপ্রয়োজনীয় ও নিষ্ঠুর দিবসের কোনও স্থান নেই। যে দিবস তরুণদের মধ্যে অশ্লীলতা  এবং ইতরামি ছড়িয়ে দেয়।’

লাহোরে জেন্ডার স্টাডিজ বিষয়ে অধ্যয়ণরত শিক্ষার্থী নাদিয়া খাজা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে পালনের জনপ্রিয়তা বাড়ছে। এর আগে ভ্যালেন্টাইন’স ডে মূলত বিত্তবান, শহর এলাকা ও পশ্চিমা স্কুলগুলোতে পালিত হতো। এখন বিষয়টি বৈশ্বিক রূপ পাচ্ছে। পাকিস্তানের ব্যবসায়ীরা দিনটিকে জনপ্রিয় করতে উদ্যোগ নিচ্ছেন। নাদিয়া বলেন, ‘আমার অভিভাবকদের প্রজন্মের অনেকেই মনে করে এতে করে ভালোবাসাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যার কোনও প্রয়োজনীয়তা নেই। ‘

নাদিয়া আরও জানান, শুধু ধর্মীয় কারণে দিবসটি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। অনেকে এ নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন, কারণ ভালোবাসা এমন একটি বিষয় যাকে বাণিজ্যিকীকরণ করা যায় না।

নিষেধাজ্ঞার পরও পেশাওয়ারের বেশ কিছু দোকানে লাল বেলুন ও চকোলেট বিক্রি হচ্ছে বলে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে।

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে নিষিদ্ধ কেন?

তবে এবারই ১৪ ফেব্রুয়ারি নিয়ে প্রথম বিতর্ক হচ্ছে না পাকিস্তানে। এর আগে ২০১৩ সালে পেশাওয়ারে ভ্যালেন্টাইন’স ডের কার্ড পুড়িয়ে দিয়েছিলেন স্থানীয় লোকজন। দিনটিতে কালো পোশাক পরে নারীরা বিক্ষোভ করেন। এ সংস্কৃতির বিরোধীতা করেন তারা। ওই সময় পাকিস্তানের মানবাধিকারকর্মী শাবিন মাহমুদ দেশটির বন্দরনগরী করাচিতে রক্ষণশীলদের ভ্যালেন্টাইন’স ডে বিরোধী প্রচারণার বিরোধীতায় এক বিক্ষোভের আয়োজন করেন। বিক্ষোভে তিনি দাবি করেন, ‘করাচি ভালোবাসাকে হ্যাঁ বলেছে’। যদিও ওই সময় পুরো শহরে বিলবোর্ডে জনগণকে জানানো হয় ‘ভ্যালেন্টাইনস ডে কে না বলুন’।

ওই বিক্ষোভ আয়োজনের পর থেকে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হয় শাবিন মাহমুদকে। গত এপ্রিলে করাচির একটি জনপ্রিয় ক্যাফেতে সেমিনারে বক্তব্য দেওয়ার পর আততায়ীর হাতে তিনি নিহত হন। সূত্র: ভাইস নিউজ।

/এএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ