আরব সাগরে শনিবার (১১ নভেম্বর) সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও পাকিস্তান। প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো রাশিয়া-মিয়ানমার যৌথ মহড়ার পরপরই এ মহড়া শুরু করেছে দেশ দু’টি। এই মহড়ার লক্ষ্য চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা-সহযোগিতা ও সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক জোরদার এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন। সোমবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
গত শনিবার করাচির একটি নৌঘাঁটিতে ‘সমুদ্র রক্ষক-৩’ শীর্ষক যৌথ সামুদ্রিক মহড়া শুরু হয়েছে। এটি বন্দর যোগাযোগ ও সামুদ্রিক মহড়া—এই দুই অংশে বিভক্ত। আরব সাগরের উত্তরাংশে নৌ ও আকাশপথে এ মহড়া চলছে। শেষ হবে আগামী ১৭ নভেম্বর। এর আগেও, দেশ দু’টি যৌথ সামরিক মহড়ায় অংশ নিলেও এবারই প্রথম যৌথভাবে সমুদ্রে টহল দেবে তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের মহড়ার আয়োজন করলো চীন ও পাকিস্তান।
এর আগে, ২০২০ ও ২০২২ সালে আরব সাগরের উত্তরে এবং সাংহাইয়ের কাছাকাছি সমুদ্র ও আকাশসীমায় সামুদ্রিক যৌথ মহড়ায় অংশ নিয়েছিল দেশ দু’টি।
এদিকে, গত ৭ থেকে ৯ নভেম্বর আন্দামান সাগরে রাশিয়া ও মিয়ানমার যৌথ মহড়া করেছে। এর মধ্য দিয়ে ভারত মহাসাগরে নিজেদের নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছে রাশিয়া। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।