X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যেসব কারণে আলাদা পাকিস্তানের এবারের নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০০

পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচন একাধিক কারণে ২০১৮ সালের আগের নির্বাচনগুলোর রেকর্ড ভেঙেছে। এরমধ্যে অন্যতম এবারের নির্বাচনের জন্য বরাদ্দকৃত রেকর্ড বাজেট এবং বিপুল সংখ্যক ভোটারের সংখ্যা। এছাড়া, নির্বাচনি ফলাফল প্রকাশে নজিরবিহীন বিলম্বের বিষয়টি তো রয়েছেই। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের আলোকে এই বিষয়গুলো তুলে ধরা হলো।

শাহবাজ শরিফের সমর্থকদের নাচ। ছবি: ইপিএ

জিও নিউজের শনিবার (১০ জানুয়ারি) সকালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের জন্য বরাদ্দকৃত বাজেট অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি ছিল। বরাদ্দকৃত এই রেকর্ড বাজেটের পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি রুপি।

ভোটদানের পর একজন ভোটারের আঙুলের ছাপ। ছবি: ব্লুমবার্গ

এবারের সাধারণ নির্বাচনে দেশটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। ভোটারের এই সংখ্যা মোট জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি ছিল।

নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যাও ছিল অভূতপূর্ব। মোট প্রায় ১৮ হাজার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ছাপা হয়েছিল ২৬ কোটি ব্যালট।

ভোটগ্রহণ কর্মীরা। ছবি: রয়টার্স

দেশটির ৯০ হাজার ৬৭৫টি ভোটকেন্দ্রে মোট ১৪ লাখের বেশি নির্বাচনি কর্মী দায়িত্ব পালন করেছেন। ওইসব ভোটকেন্দ্রের মধ্যে ১৬ হাজার ৭৬৬টিকে অত্যন্ত সংবেদনশীল কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে ৮ ফেব্রুয়ারি দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় সাধারণ নির্বাচন ছিল ২০২৪ সালের নির্বাচন। কিছু এলাকায় বিলম্ব ছাড়া প্রায় সারাদেশেই সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।

বিলাওয়াল ভুট্টোর সমর্থকদের নাচ। ছবি: এপি

নিরাপত্তা ঝুঁকির কারণে ভোর থেকে মোবাইল ফোন পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। ফলে দেশটিতে ব্যাপক পরিসরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে, খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। এতে চার পুলিশ সদস্য শহীদ হন।

মধ্যরাতের কয়েক ঘণ্টা পর নির্বাচনের ফলাফল শেষ হওয়ার কথা থাকলেও তা অস্বাভাবিকভাবে বিলম্বিত হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার তৃতীয় দিনেও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। ছবি: আল-জাজিরা

এছাড়া, ২০১৮ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জয়ী হলেও রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনে আধিপত্য বিস্তার করেছিলেন তারা। এখন পর্যন্ত স্বতন্ত্ররাই এগিয়ে রয়েছেন। তবে পিটিআই এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) উভয়ই কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের অবস্থানে থাকার দাবি করেছে। একটি আনুষ্ঠানিক ফলাফলের ঘোষণা না হওয়ায় অযৌক্তিক বিলম্ব নিয়ে বিতর্কের ঝড় ওঠেছে।

/এএকে/
সম্পর্কিত
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সর্বশেষ খবর
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত