X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চাকরিতে প্রতারণা: মালয়েশিয়ায় নিয়োগকর্তার বিরুদ্ধে ৪ বাংলাদেশির মামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ১৬:২২আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৭:২২

বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র নিয়ে মালয়েশিয়ায় যাওয়ার পর আর কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। এমনই এক নিয়োগকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন চার বাংলাদেশি কর্মী। তাদের অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গতবছর (২০২৩) অক্টোবরে তাদের মালয়েশিয়ায় আনে একটি নির্মাণ প্রতিষ্ঠান। এরপর থেকে বেকার রয়েছেন তারা। মঙ্গলবার (১২ মার্চ) সেন্টুল পুলিশ সদর দফতরে এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ এক খবরে জানিয়েছে, মাসিক দেড় হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকার মতো) বেতনে কাজ দেওয়ার কথা বলে ওই চার কর্মীসহ মোট ১৬১ বাংলাদেশিকে মালয়েশিয়ায় আনে প্রতিষ্ঠানটি। এরপর থেকে তাদের কুয়ালালামপুরের চাউ কিট নামে এলাকায় রাখা হয়। সাত মাসেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন তারা। তাদের নিয়োগকর্তা চাকরি দিতে পারবেন না— জানানোর পর ওইদিন রাতে পুলিশের কাছে যান চার বাংলাদেশি।

তারা অভিযোগ করেন, মালয়েশিয়ায় নেওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের কোনও চাকরি বা বেতন দেওয়া হয়নি। তারা চার জনসহ মোট ১৬১ জন কর্মী দুর্ভোগ পোহাচ্ছেন।

অভিযোগপত্রে তারা বলেন, ইতোমধ্যেই ৭ মাসেরও বেশি সময় পার হয়ে গেছে এবং আমরা এখনও বেকার। আমাদের কাছে খাবার কেনার টাকাও নেই। এমনকি আমাদের সবার পাসপোর্টগুলোও নিয়োগকর্তার আটকে রেখেছেন। পাসপোর্ট ফেরত পেতে আমাদের ৬ হাজার রিঙ্গিত বা প্রায় দেড় লাখ টাকা গুণতে হবে।’

বাংলাদেশি এই কর্মীদের আইনি সহায়তা দিচ্ছেন মালয়েশিয়ার সোশ্যালিস পার্টি নামে একটি রাজনৈতিক দল। এদিন অভিযোগ করতে যাওয়া বাংলাদেশি কর্মীদের সঙ্গে দলটির প্রতিনিধিরাও থানায় যান।

প্রতারণার শিকার বাংলাদেশিরা জানান, তাদের মধ্যে অনেকেই ৪ জানুয়ারি সুবাং জয়ায় শ্রম বিভাগের অফিসে তাদের দুর্দশার কথা জানিয়েছিলেন। তবে দুই মাস পেরিয়ে গেলেও শ্রম বিভাগের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাননি তারা। এরপর তাদের পুত্রজায়ায় ওই বিভাগের হেডকোয়ার্টার্সে পাঠানো হয়।

তারা আরও বলেছেন, হেডকোয়ার্টার্সের এক কর্মকর্তার তাদের জানিয়েছিলেন, ওই নিয়োগকর্তাকে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে অথবা নতুন নিয়োগকর্তার কাছে কাজের সন্ধানে সহায়তা করতে বলা হয়েছে।

কাজের কথা বলে মালয়েশিয়ায় আনার জন্য নিয়োগকর্তাকে তাদের বকেয়া মজুরি দিতেও বলা হয়েছিল। তবে এখনও নিয়োগকর্তার কাছ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উপায় না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তারা। তারা বলেন, ‘আমরা এখন পুলিশের কাছে একটি অভিযোগ লিখিয়েছি। আমরা আশা করছি, এই বিষয়ে পুলিশ হস্তক্ষেপ করে নিয়োগকর্তার কাছ থেকে আমাদের পাসপোর্ট উদ্ধার করে আমাদের ফেরত দেবেন।’

গত মাসে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছিলেন, যেসব নিয়োগকর্তা কর্মীদের পাসপোর্ট আটকে রাখে এবং মজুরি দিতে ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে অবশ্যই ‘ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩’ এবং ‘কর্মসংস্থান আইন ১৯৫৫’- এর অধীনে আইনি ব্যবস্থা নিতে হবে।

/এএকে/ইউএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
সর্বশেষ খবর
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে