X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১৭:৩৪আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৭:৩৪

মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬১০ কিলোমিটার (এক হাজার মাইল) সীমান্তে ছিদ্রযুক্ত বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জন্য প্রায় এক দশকের মধ্যে ৩৭০ কোটি ডলার অর্থ ব্যয় হবে। চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধের জন্য এই পরিকল্পনা করছে দেশটি। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি এই খবর জানিয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ভারত এই সীমান্তে বেড়া দেওয়ার কথা বলেছিল। একইসঙ্গে সীমান্তের নাগরিকদের জন্য অভ্যুত্থান-বিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে এক দশকের পুরনো ফ্রি ভিসা নীতির অবসান ঘটানোর কথাও বলা হয়। জাতীয় নিরাপত্তার কারণে এবং দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের জনসংখ্যার কাঠামো বজায় রাখার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি রয়টার্সকে জানিয়েছেন, চলতি মাসের শুরুতে একটি সরকারি কমিটি বেড়ার জন্য অর্থের অনুমোদন দিয়েছে। এটি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় অনুমোদিত হওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়গুলোর মন্তব্য চেয়ে একটি ইমেইল পাঠায় রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনও সাড়া পাওয়া যায়নি।

ভারতের বেড়া দেওয়ার পরিকল্পনার বিষয়ে মিয়ানমারও এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

২০২১ সালে মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক এবং শত শত সেনা ভারতীয় রাজ্যে পালিয়ে যায়। সেখানে উভয় পক্ষের মধ্যে জাতিগত মিল এবং পারিবারিক সম্পর্কের বন্ধন রয়েছে। তবে এ বিষয়টি নিয়ে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ নিয়ে অনেকটাই উদ্বিগ্ন ভারতীয় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য বেশ অশান্ত হয়ে উঠেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির জন্য মিয়ানমারের সঙ্গে ছিদ্রযুক্ত সীমান্তকে দায়ী করেছেন ভারত সরকারের কিছু সদস্য। মণিপুরে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে প্রায় এক বছর ধরে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতে জড়ানো জাতিগোষ্ঠীগেুলোর মধ্যে একটি মিয়ানমারের চিন উপজাতি বংশীয়।

সূত্রটি জানিয়েছে, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের কমিটি বেড়া বরাবর সমান্তরাল রাস্তা এবং সীমান্তের সঙ্গে সামরিক ঘাঁটি সংযোগকারী এক হাজার ৭০০ কিলোমিটার (এক হাজার ৫০ মাইল) ফিডার সড়ক নির্মাণে সম্মত হয়েছে।

বেড়া এবং সংলগ্ন রাস্তা নির্মাণের জন্য প্রতি কিলোমিটারে প্রায় ১২ কোটি ৫০ লাখ রুপি খরচ হবে। এই খরচের পরিমাণ ২০২০ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে নির্মিত বেড়ার খরচের চেয়ে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণে প্রতি কিলোমিটারে ভারতের ৫ কোটি ৫০ লাখ রুপি খরচ হয়েছিল।

এই ব্যয়ের বিষয়ে সুত্রটি বলেছে, কঠিন পাহাড়ি অঞ্চল এবং অনুপ্রবেশ ও ক্ষয় রোধে প্রযুক্তির ব্যবহার কারণে মিয়ানমারের সঙ্গে বেড়া নির্মাণের খরচের পরিমাণ বেশি।

 

/এএকে/
সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বশেষ খবর
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!