X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

১৭ বছরে সর্বোচ্চ সুদের হার বাড়ালো জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:০০

জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর সর্বোচ্চ পর্যায়ে সুদের হার বাড়িয়েছে। একই সঙ্গে শুক্রবার (২৪ জানুয়ারি) মুদ্রাস্ফীতির পূর্বাভাস বাড়িয়ে তারা আস্থা প্রকাশ করেছে যে, মজুরি বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার আশপাশে স্থিতিশীল থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিওজে জানায়, সংস্থার দুই দিনের বৈঠকের পর স্বল্পমেয়াদি নীতি সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ৮-১ ভোটের মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তে বোর্ড সদস্য তোয়োআকি নাকামুরা বিরোধিতা করেছেন।

বিওজের মতে, মূল মুদ্রাস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার দিকে বাড়ছে এবং আন্তর্জাতিক অর্থবাজার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তাদের অর্থনৈতিক ও মূল্যবৃদ্ধির পূর্বাভাস বাস্তবায়িত হলে সুদের হার আরও বাড়ানো হতে পারে।

এদিকে, মার্কিন অর্থনীতির শক্ত অবস্থান জাপানের অর্থনীতিকে সহায়তা করবে বলে বিশ্বাস করে বিওজে। তবে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছে সংস্থাটি।

বিওজের প্রতিবেদনে ২০২৫ অর্থবছরে জাপানের মূল ভোক্তা মূল্যস্ফীতি ২.৪ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের ১.৯ শতাংশ পূর্বাভাস থেকে বেশি। একই সময়ে, দেশটির অর্থনীতি ১.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।

এই সিদ্ধান্তের পর জাপানি ইয়েন ডলারের বিপরীতে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১৫৫.৩২ ইয়েন হয়েছে। পাশাপাশি, দুই বছরের জাপানি সরকারি বন্ডের (জিজিবি) মুনাফা বেড়ে ০.৭০৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

বিওজ গভর্নর কাজুও উয়েদা সংবাদ সম্মেলনে সুদের হার বাড়ানোর গতি ও সময় নিয়ে আরও ইঙ্গিত দিতে পারেন। বিশ্লেষকরা মনে করেন, বছরের শেষ নাগাদ আরও ০.২৫ শতাংশ সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ