X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

অপারেশন সিঁদুরে ১০০ জঙ্গি নিহতের দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ১৭:০৮আপডেট : ০৮ মে ২০২৫, ১৭:০৮

অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (৮ মে) এক সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি। গত ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার জবাবে বুধবার পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভিকে এর আগে এই সংখ্যা ৭০ জন বলে জানানো হয়েছিল। এনডিটিভিকে আরও জানানো হয়েছে যে, অভিযানে ৬০ জঙ্গি আহত হয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বিমান হামলায় গতরাতে অন্তত ৩১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

অপারেশন সিঁদুর ছিল একটি সমন্বিত ২৫ মিনিটের আক্রমণ।  বুধবার প্রথম প্রহরে চালানো এই হামলা স্থায়ী ছিল স্থানীয় সময় রাত ১টা ৫ থেকে দেড়টা পর্যন্ত। ভারতের বিমান, নৌ ও সেনাবাহিনী যৌথভাবে এ হামলা চালিয়েছে। পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত ৯টি জঙ্গি ঘাঁটিতে ২৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

টার্গেট করা হয়েছিল লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের সদর দপ্তর ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে। এই দুই সংগঠনের মধ্যে লস্করের এক ফ্রন্ট সংগঠন পেহেলগাম হামলার দায় স্বীকার করেছিল। এই সংগঠন ২০১৯ সালের পুলওয়ামা হামলার জন্য দায়ী। ওই হামলায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, এই টার্গেটগুলো নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ও সীমান্তপারের সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার ভিত্তিতে বাছাই করা হয়।

তিনি আরও বলেন, পাকিস্তানের কোনও সামরিক স্থাপনার ওপর আঘাত হানা হয়নি। অপারেশন এমনভাবে সময় নির্ধারণ করে চালানো হয়েছে যাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্নে রাখা যায়।

বিমান বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উইং কমান্ডার ব্যোমিকা সিং। তিনি জানান, পাকিস্তান যদি পাল্টা প্রতিক্রিয়া দেয়, সে ক্ষেত্রে ভারতীয় সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

/এস/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতসমস্যা সমাধানে সংলাপের ওপর গুরুত্ব, তবে সতর্ক ভারত
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত
সর্বশেষ খবর
এক চামচ চিয়া সিড খেলে যেসব উপকার পাবেন
এক চামচ চিয়া সিড খেলে যেসব উপকার পাবেন
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
চার্টার্ড বিমানে পাকিস্তান থেকে দেশে ফিরবেন নাহিদ-রিশাদ, কিন্তু কবে?
চার্টার্ড বিমানে পাকিস্তান থেকে দেশে ফিরবেন নাহিদ-রিশাদ, কিন্তু কবে?
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস