X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের হামলায় জম্মু ও কাশ্মীরের এক সিনিয়র কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১০:৪৪আপডেট : ১০ মে ২০২৫, ১০:৪৪

ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও অন্যান্য এলাকায় বেসামরিক জনগণকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান। ভারতের দাবি, তাদের চালানো গোলাবর্ষণে জম্মু ও কাশ্মীর সরকারের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১০ মে) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ওই কর্মকর্তা তার সঙ্গে একটি অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘রাজৌরি থেকে ধ্বংসাত্মক খবর এসেছে। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসন সার্ভিসের একজন নিবেদিত কর্মকর্তা হারালাম। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে জেলায় ঘুরে বেড়িয়েছেন এবং আমার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি অনলাইন সভায় অংশ নিয়েছেন।’

পাকিস্তানের গোলাবর্ষণে অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার ঠাপ্পা শহীদ হন বলে দাবি করেছেন ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ‘রাজৌরি শহরে তার বাসভবনে আঘাত হানা গোলাবর্ষণে তিনি নিহত হন। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় আমার শোক ও স্তব্ধতা প্রকাশের কোনও ভাষা নেই। তার আত্মার শান্তি কামনা করি।’

বিজেপি নেতা রবীন্দর রায়না বলেন, ‘শ্রী রাজ কুমার ঠাপ্পার মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। তিনি অত্যন্ত সাহসী ও জনবান্ধব কর্মকর্তা ছিলেন। দেশ ও সমাজের প্রতি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।’

পেহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে বুধবার হামলা চালায় ভারত। ভারতের লক্ষ্যভিত্তিক এই হামলার পর জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকাগুলোর ওপরে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান।

জম্মুর এক আবাসিক এলাকার ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির অংশ উড়ে গেছে এবং পাকিস্তানের গোলাবর্ষণে গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে পাকিস্তান দাবি করেছে, ভারতের হামলার জবাবে পাকিস্তান পাল্টা জবাব দিতে শুরু করেছে।

শুক্রবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও প্রতিবেশী পাঞ্জাব রাজ্যের শিখদের পবিত্র নগরী অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোন গুলি করে ভূপাতিত করছে।

ভারতীয় সেনাবাহিনী শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, কাশ্মীর এবং পাকিস্তান-সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে শুরু করে আরব সাগরের প্রান্ত পর্যন্ত ভারতের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৬টি স্থানে ড্রোন দেখা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ‘আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর ২৬টি স্থানে ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এসব স্থানগুলো হলো—বারামুলা, শ্রীনগর, আওন্তিপোরা, নগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় যট্টা, জয়সলমের, বারেড়, ভূজ, কুয়ারবেট ও লক্ষী নালা।

দুঃখজনকভাবে ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। এতে স্থানীয় একটি পরিবারের সদস্যরা আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

মন্ত্রণালয় এক্সে আরও জানায়, ‘ভারতীয় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এ ধরনের আকাশসীমা লঙ্ঘন ও হুমকিগুলো শনাক্ত করে সময়মতো প্রতিক্রিয়া জানানো হচ্ছে। পরিস্থিতির ওপর নিবিড় ও অবিচ্ছিন্ন নজর রাখা হচ্ছে এবং যেখানে প্রয়োজন সেখানেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

/এস/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন