X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের একটি সমুদ্র বন্দরের ৮৫ শতাংশ মালিকানা চায় চীন

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৭, ১৮:৫৩আপডেট : ০৬ মে ২০১৭, ২০:১৭

মিয়ানমারের একটি সমুদ্র বন্দরের ৮৫ শতাংশ মালিকানা চায় চীন বঙ্গোপসাগরে মিয়ানমারের একটি সমুদ্র বন্দরের ৮৫ শতাংশ মালিকানা দাবি করেছে চীন। সমুদ্র বন্দরটি চীনের জন্য কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। ওয়ান বেল্ট, ওয়ান রোড পরিকল্পনার আওতায় বঙ্গোপসাগরের কিয়ায়ুক পিউ সমুদ্র বন্দরটির অবকাঠামো খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সরকারি নথির বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সমুদ্র বন্দরটিতে নিজেদের নিয়ন্ত্রণ নিতে ৮৫ শতাংশ মালিকানার দাবি জানিয়েছে বেইজিং। এই সমুদ্র বন্দর দিয়ে এশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি পাবে। মিয়ানমারে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি করছে।

চীনের হয়ে মালিকানার এই প্রস্তাবটি দিয়েছে দেশটির সিটিক গ্রুপ। কোম্পানিটির প্রস্তাবে বলা হয়েছে, ৭.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা ৭০-৮৫ শতাংশ মালিকানা।

দুই দেশের মধ্যে আলোচনায় এই প্রস্তাব দেওয়া হয়েছে। নথিটি পর্যালোচনা করেছে রয়টার্স এবং আলোচনায় জড়িত তিন ব্যক্তির সঙ্গেও কথা বলেছে।  এই তিন ব্যক্তির মধ্যে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এই সিটিক গ্রুপ ও মিয়ানমারের বেসামরিক সরকারের কর্মকর্তা রয়েছেন।

দুই ব্যক্তি জানিয়েছেন, গত বছর মিয়ানমার যৌথ মালিকানায় ৫০/৫০ শতাংশের প্রস্তাব করেছিল। চীনা সিটিক এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

অপর একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, গত মাসে চীন ইঙ্গিত দেয় মিয়ানমারের  বিতর্কিত মিইয়ুটসোন বাঁধ প্রকল্পে ৩.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিল। বঙ্গোপসাগরের বন্দরসহ মিয়ানমারে বিভিন্ন কৌশলগত সুবিধা আদায়ের জন্য চীন দেশটিকে চাপে ফেলার এই কৌশল নেয়।

এই সমুদ্র বন্দরটি চীনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তেল ও গ্যাসের পাইপলাইন চীনে আসার প্রবেশমুখ হিসেবে বন্দরটি কাজ করবে। যার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানীর বিকল্প একটি রুট তৈরি হবে। তখন মালাকা প্রণালী দিয়ে আর চীনকে তেল আনতে হবে না।

শুক্রবার এই বিষয় নিয়ে সিটিক গ্রুপের সঙ্গে রয়টার্সের পক্ষ যোগাযোগ করা হলেও কোনও জবাব পায়নি তারা। মন্তব্য জানতে ফ্যাক্স করা হলেও কোনও তাৎক্ষণিক জবাব দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্স জানিয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বশেষ খবর
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে