X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিল্ক রোড প্রকল্পে চীনের বরাদ্দ ১২৪ বিলিয়ন ডলার

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৭, ২০:২৩আপডেট : ১৪ মে ২০১৭, ২০:২৫

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, প্রস্তাবিত সিল্ক রোড পরিকল্পনার জন্য ১২৪ বিলিয়ন ডলার ব্যয় করা হবে। এই প্রকল্পটি শান্তি, অংশগ্রহণমূলক ও মুক্ত বাণিজ্য এবং পুরনো ধারার কূটনৈতিক শক্তির লড়াইকে প্রত্যাখ্যান করবে। রবিবার বেইজিংয়ে আয়োজিত সম্মেলনে এ কথা জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ‌‘আমেরিকা ফার্স্ট’ নীতির পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্বের নেতৃত্ব অর্জনে বিশ্বায়ন ও মুক্তবাণিজ্যের পথ সুগম করতেই এ উদ্যোগ নিচ্ছে চীন।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘সহযোগিতা, মুক্ত বিশ্বের অর্থনীতি ধরে রাখতে ও বৃদ্ধি করতে আমরা একটি উন্মুক্ত প্লাটফর্ম গঠন করতে যাচ্ছি।  অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হচ্ছে বাণিজ্য। ফলে বিশ্বের উচিত বহুমুখী বাণিজ্য ব্যবস্থাকে সামনে নিয়ে আসা এবং আঞ্চলিক মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা ও বাড়ানো উচিত।’

শি জানান, নতুন সিল্ক রোড পরিকল্পনার জন্য বর্তমান সিল্ক রোডে অতিরিক্ত সাড়ে ১০০ বিলিয়ন ইয়েন (১৪ বিলিয়ন ডলার) বিনিয়োগ করা হবে। এছাড়া দুইটি ব্যাংকের জন্য ঋণ হিসেবে ৩৮০ বিলিয়ন ইয়েন এবং উন্নয়নশীল দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে নতুন বাণিজ্য রুটের ৬০ বিলিয়ন ইয়েন সহযোগিতা দেওয়া হবে। একই বিদেশে বাণিজ্য বিস্তারে চীন ৩০০ বিলিয়ন ইয়েন সহযোগিতা দেবে।

অবশ্য এসব ঋণ ও সহযোগিতার জন্য কোনও সময়সীমার কথা উল্লেখ করেননি চীনা প্রেসিডেন্ট।

সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের প্রধানরাও উপস্থিত ছিলেন।

চীনের বাণিজ্যমন্ত্রী জোং শ্যান জানিয়েছেন, বেল্ট ও রোড উদ্যোগে যেসব দেশ যুক্ত হবে সেই সব দেশ থেকে চীন আগামী ৫ বছরে ২ ট্রিলিয়ন ডলারের পণ্য আমদানী করবে।

পশ্চিমা কূটনীতিকরা মনে করছেন, সম্মেলনে যে পরিকল্পনা তুলে ধরা হয়েছে তার মধ্য দিয়ে বিশ্বে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন। এই পরিকল্পনার স্বচ্ছতার বিষয়েও উদ্বিগ্ন তারা। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি