X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অরুণাচলে মোদির সফরে ক্ষুব্ধ চীন

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশ সফর করায় উষ্মা ও ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশী চীন। বৃহস্পতিবার ভারতকে সতর্ক করে দিয়ে চীন বলেছে, নয়াদিল্লির এমন কোনও কাজ করা উচিত হবে না যাতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। বার্তা সংস্থা সিনহুয়ার সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স।

অরুণাচলে ভাষণ দেন মোদি

অরুণাচল নিয়ে ভারত ও চীনের বিরোধ দীর্ঘদিনের। চীন অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। যদিও অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় দাবি প্রতিষ্ঠা করার জন্য সেখানে ভারতের কোনও নেতার সফর মেনে নিতে চায় না চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শং বলেন, ‘চীন-ভারত সীমান্ত বিরোধ নিয়ে চীনের অবস্থান সুষ্পষ্ট। চীন সরকার কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে ভারতের হিসেবে স্বীকৃতি দেয়নি। চীন একই সঙ্গে ওই এলাকায় ভারতীয় নেতাদের সফরের বিরোধী। আমরা ভারতের কাছে এর তীব্র প্রতিবাদ জানাবো।’

গেং শং আরও জানান, চীন ও ভারতের ভেতর সীমান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। ভারতের উচিত না এমন কিছু করা যাতে পরিস্থিতি খারাপ হয়। চীন আশা করে ভারত সমঝোতা মেনে চলবে।

গত বছর চীন ও ভারতের সেনা বাহিনী সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছিল। ১৯৬২ সালে সীমান্ত বিরোধের জেরে চীন –ভারত যুদ্ধে জড়িয়েছিল।

এদিকে অরুণাচল সফর সম্পর্কে মোদি টুইটারে লিখেছেন, ‘অরুণাচল সফর ও সেখানকার চমৎকার মানুষদের সঙ্গে দেখা করে আমি খুব খুশি।’ অরুণাচলের রাজধানী ইটানগরে মোদি একটি সম্মেলনকেন্দ্র উদ্বোধন করেছেন। সেখানে তিনি জানান, প্রাদেশিক সরকার উন্নয়নের জন্য ২০২৭ সাল পর্যন্ত চমৎকার পথনকশা তৈরি করেছে।

 

/এএমএ/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!