X
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২, ৯ মাঘ ১৪২৮
সেকশনস

নিখোঁজ টেনিস তারকাকে টুর্নামেন্টে দেখা যাওয়ার দাবি

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:০৮

'নিখোঁজ' চীনা টেনিস তারকা পেং শুয়াই-কে দেখা গেছে। টুইটারে প্রকাশিত এক ভিডিও ক্লিপে দেখা যায়, বেইজিংয়ের একটি টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পেং শুয়াই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার চীনের রাষ্ট্রীয় অধিভুক্ত সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল টাইমসের সম্পাদক ওই ভিডিও ক্লিপ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, 'নিখোঁজ নারী তারকা খেলোয়াড় শুয়াই একটি কিশোর টেনিস ম্যাচের ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন'। এই অ্যাকাউন্ট থেকে এ নিয়ে তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে।

আগের দুটি ভিডিওতে দেখানো হয়েছে যে, পেং শুয়াই তার কোচ এবং বন্ধুদের সাথে এক রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অনুষ্ঠানের আয়োজকরা তাদের অফিসিয়াল উইচ্যাট পেজে খেলোয়াড়ের ছবিও প্রকাশ করেন।

তবে, ওমেন্সে টেনিস অ্যাসোসিয়েশন (ডাব্লিউটিএ)-এর মুখপাত্র রয়টার্সকে জানান, চীনের এই তারকা খেলোয়াড়কে নিয়ে যেই ভিডিওগুলো বের হয়েছে এতে তার নিরাপত্তা নিশ্চিতের প্রমাণ হিসেবে ‘যথেষ্ট নয়’ এবং তার সম্পর্কে থাকা উদ্বেগের কোন সমাধানও দেয় না।

পেং শুয়াই  (ফাইল ছবি)

এদিকে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলা হয়েছে, পেং শুয়াই নিখোঁজে তারা গভীর উদ্বিগ্ন। তার অবস্থান সম্পর্কে পরিষ্কারের তাগিদ দেওয়া হয়েছে।

নিখোঁজের আগে জোড়া গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সাবেক এক নম্বর র‌্যাংকিং-এ থাকা ৩৫-বছর বয়সী এই টেনিস তারকা অবসর নেওয়া একজন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে প্রকাশ্যে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন।

চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েইবোতে দেওয়া এক পোস্টে পেং বলেন, সাবেক উপ-প্রধানমন্ত্রী ঝাং গাওলি শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তাকে বাধ্য করেছিলেন। গত ২ নভেম্বর ওই পোস্টটি দিয়েছিলেন তিনি। চীনের ঊর্ধ্বতন কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রকাশ্যে এ ধরনের অভিযোগের ঘটনা এটিই প্রথম।

/এলকে/
সম্পর্কিত
পাল্টা জবাবে চীনের ৪৪টি ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র
পাল্টা জবাবে চীনের ৪৪টি ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র
চীন, রাশিয়া ঠেকালো উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা
চীন, রাশিয়া ঠেকালো উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা
বড় ধরনের মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান
বড় ধরনের মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান
চীনের প্রথাগত ওষুধ করোনা চিকিৎসায় সফল: পাকিস্তান
চীনের প্রথাগত ওষুধ করোনা চিকিৎসায় সফল: পাকিস্তান

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
পাল্টা জবাবে চীনের ৪৪টি ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র
পাল্টা জবাবে চীনের ৪৪টি ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র
চীন, রাশিয়া ঠেকালো উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা
চীন, রাশিয়া ঠেকালো উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা
বড় ধরনের মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান
বড় ধরনের মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান
চীনের প্রথাগত ওষুধ করোনা চিকিৎসায় সফল: পাকিস্তান
চীনের প্রথাগত ওষুধ করোনা চিকিৎসায় সফল: পাকিস্তান
প্রতিবেশীদের শাসাতে চায় না চীন: পররাষ্ট্রমন্ত্রী
প্রতিবেশীদের শাসাতে চায় না চীন: পররাষ্ট্রমন্ত্রী
© 2022 Bangla Tribune