X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ন্যাটোর প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১০

ন্যাটোর প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের জার্মানির মিউনিখে চলমান আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা দিয়েছেন, পশ্চিমাদের প্রতিরক্ষা জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। তবে পেন্স একই সঙ্গে জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি করে ন্যাটোর সামরিক ব্যয় বহন করতে হবে।

ন্যাটো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের কারণে বিভ্রান্তিতে ছিলেন ইউরোপীয় মিত্ররা। ন্যাটো নিয়ে যুক্তরাষ্ট্র কোন পথে এগুবে তা নিয়ে উদ্বেগ ছিল। মিউনিখের এই নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাদের পররাষ্ট্র নীতি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন তার ভাষণে।

মাইক বলেন, যুক্তরাষ্ট্র এখনও দৃঢ়ভাবে ন্যাটো জোটের পক্ষে এবং আটলান্টিকের দুই তীরের এই জোটের প্রতি অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে একই মূল্যবোধ ধারণ করে সেটাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি আবার ইউরোপের দেশগুলোকে এটাও মনে করিয়ে দিয়েছেন যে ন্যাটো জোটের জন্য তাদের ব্যয় আরও বাড়াতে হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ন্যাটোর সদস্য দেশগুলো তাদের জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করবে বলে অঙ্গীকারবদ্ধ। অথচ মাত্র চারটি দেশ সেই অঙ্গীকার রক্ষ করেছে। ইউরোপের মিত্র দেশগুলোকে তাদের অঙ্গীকার রাখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চান, তারা যেন তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ান। ন্যাটোর দায়িত্ব সবাইকে ভাগাভাগি করে নিতে হবে।

তবে এই নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের কথায় ছিল ভিন্ন সুর। প্রেসিডেন্ট ট্রাম্প সব জায়গা থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নিয়ে যে একলা চলো নীতির কথা বলছেন, মেরকেল তার বিপরীত নীতির প্রতি জোর দিয়েছেন আন্তর্জাতিক সহযোগিতার ওপর।  মেরকেল বলেছেন, নিরাপত্তা, ইসলামি সন্ত্রাসবাদের মোকাবেলা, বিশ্বায়ন আর শরণার্থী সংকটের মতো সমস্যার মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার কোনও বিকল্প নেই।

মেরকেল বলেন, আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি, যেখানে কোনও সুনির্দিষ্ট আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেনি। আর স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরও রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর যে ধরণের সম্পর্ক হওয়া উচিত ছিল তা হয়নি।

তিনি বলেন, বিশ্ব আজ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা এককভাবে কোনও দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এর সমাধান হতে পারে বহুপক্ষীয় কাঠামোর মাধ্যমে।

মেরকেল আরও বলেন, এটা হতে পারে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং জাতিসংঘের মতো বহুপক্ষীয় কাঠামোগুলোকে শক্তিশালী করার মাধ্যমে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু