X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মহামারির সবচেয়ে ভয়াবহ মাস ছিল জুলাই

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ২২:০৮আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২৩:১৫

করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ মাস ছিল জুলাই। বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ লাখের বেশি। যা মহামারি শুরুর প্রথম ছয় মাসের প্রায় সমান।

মহামারির সবচেয়ে ভয়াবহ মাস ছিল জুলাই

 

সোমবার বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, মহামারির তীব্রতা বাড়ছে। প্রতি ছয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে জুলাই মাসে রেকর্ড সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এর আগে এপ্রিলে দেশটিতে আক্রান্তের রেকর্ড ছিল ৮ লাখ ৬০ হাজার। জুলাইয়ে তা প্রায় দ্বিগুণ হয়েছে। মে মাসে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬ লাখ ৯০ হাজার ২০০, জুনে ছিল ৮ লাখ ২০ হাজার। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি (৪৬ লাখ ৫৭ হাজার ৬৯৩) পৌঁছে গেছে। যা বিশ্বের মোট আক্রান্তের এক-চতুর্থাংশের বেশি। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার। যা বিশ্বের মোট মৃত্যুর (৬ লাখ ৮৭ হাজার ৬৭) এক-পঞ্চমাংশ।

বিশ্বে করোনায় আক্রান্তের নিরিখে তৃতীয় সর্বোচ্চ সংক্রমিত ভারতে। জুলাইয়ে দেশটিতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। ভারতের মোট আক্রান্তের (১৭ লাখ ৫০ হাজার) মধ্যে ১১ লাখ গত চার সপ্তাহে শনাক্ত হয়েছেন। রবিবার দেশটিতে ৫৫ হাজার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন।  

ব্রাজিলের মোট আক্রান্ত ২৭ লাখের মধ্যে ১২ লাখ শনাক্ত হয়েছেন জুলাই মাসে। বিশ্বে করোনায় সর্বাধিক আক্রান্তে  দেশটির অবস্থান দ্বিতীয়। দক্ষিণ আফ্রিকায় জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ। জুন মাসে এই সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার। শনিবার দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।

সপ্তাহান্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত মহামারি প্রতিবেদনে মহাপরিচালক ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস লিখেছেন, ২০২০ সালের জুন শেষে প্রায় ১ কোটি আক্রান্ত ও ৫ লাখ মানুষের মৃত্যুর খবর পেয়েছে ডব্লিউএইচও। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বর্তমান হারে প্রতি ছয় সপ্তাহে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়