X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটেনে নতুন সুবিধা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ মার্চ ২০২১, ১৬:৫৫আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৬:৫৫

ব্রিটে‌নে পড়‌তে আসা শিক্ষার্থীরা তা‌দের কোর্স শেষ করার পর কমপ‌ক্ষে দুই বছর স্বাধীনভা‌বে কাজ ও প‌রিবারসহ বসবা‌সের সু‌যোগ পা‌বেন। ব্রিটে‌নে যারা পিএইচডি বা ডক্টরাল সমমা‌নের কোর্স ক‌রবেন তা‌দের ক্ষে‌ত্রে এ ভিসার মেয়াদ হ‌বে তিন বছর। আর গ্র্যাজু‌য়েশন শেষ কর‌লে মিলবে দুই বছ‌রের ভিসা।

নতুন এই সুবিধা পেতে ১ জুলাই থেকে বাংলাদেশিসহ ব্রিটেনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।  এই আইনে ব্রিটে‌নে এল‌পি‌সি ও শিক্ষকতায় ‌পি‌জি‌সিই-এর মতো পেশাদার কোর্স সম্পন্নকারীরাও এ সু‌যোগ পা‌বেন। লন্ড‌নের আইনজী‌বি বিপ্লব কুমার পোদ্দার রবিবার বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, আগামী জুলাই থে‌কে এ নিয়ম কার্যকর হ‌বে।

ত‌বে, এ ভিসার মাধ‌্যমে কোনও শিক্ষার্থী নি‌জের দেশসহ ব্রিটে‌নের বাইরে থে‌কে কোনও সঙ্গীকে ইংল্যান্ড আন‌তে পার‌বেন না। ডিস‌টেন্স লা‌র্নিং‌য়ের ক্ষে‌ত্রেও ক‌রোনাকালীন শিক্ষার্থীরা শর্তসা‌পে‌ক্ষে এ সু‌বিধা পা‌বেন।

উল্লেখ্য, এর আগে ২০০৮ থে‌কে ২০১২ সাল পর্যন্ত ব্রিটে‌নে পোস্ট স্টা‌ডি (শিক্ষা শেষে) ওয়ার্ক ভিসা চালু ছিল।  

ব্রিটে‌নে উচ্চ শিক্ষাবিষয়ক পরামর্শক ও ইন‌টেক এডু‌কেশ‌নের কর্নধ‌ার আহমদ বখত চৌধুরী রতন জানান, মুলত ক‌রোনা ও ব্রেক্সি‌টের পর শিক্ষার্থী‌দের আকৃষ্ট কর‌তেই এ সু‌যো‌গের ঘোষণা দি‌য়ে‌ছে ব্রিটেন। ‌ব্রেক্সি‌টের প‌র ফি বে‌ড়ে যাওয়ায় ইউ‌রোপ থে‌কে শিক্ষার্থী আসা কম‌বে। সে কা‌র‌ণে বাংলা‌দেশ, ভারতসহ বাইরের শিক্ষার্থী‌দের আকৃষ্ট কর‌তেই এ উদ্যোগ।  

ব্রিটে‌নে ‌নিয়‌মিত কোর্স সম্পন্ন কর‌তে আগ্রহী কর‌তে এ সু‌বিধা শিক্ষার্থী‌দের উদ্বুদ্ধ কর‌বে‌। অন‌্যদি‌কে বাংলাদে‌শের ম‌তো দেশ থে‌কে স্বামী ব‌া স্ত্রীকে সঙ্গে নি‌য়ে ব্রিটে‌নে পড়‌তে যাওয়ার ক্ষেত্রে তরুণ দম্প‌তি‌রা উৎসা‌হিত হবে।

নতুন নী‌তিমালায় এ ভিসায় থাকাকালীন কাজের জন্য শিক্ষার্থী‌কে কোনোরকম স্পন্সর দেখা‌তে হ‌বে না। নি‌য়োগদাতার লাইসে‌ন্সের শর্তও তাই প্রয়োজন হ‌বে না। অর্থাৎ, কোর্স শে‌ষে তারা যে কোনও জায়গায় স্বাধীনভা‌বে কাজ কর‌তে পার‌বেন। কোর্স চলাকালীন শিক্ষার্থীর স্বামী বা স্ত্রী এবং সন্তান ব্রিটেনে থাক‌লে তারাও দুই বা তিন বছ‌রের ক‌রে ভিসা পা‌বেন। স্পাউস এক্ষে‌ত্রে ফুলটাইম কা‌জের অনুম‌তি পা‌বেন।

/এএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মে দিবসে সিপিবি’র সমাবেশ
মে দিবসে সিপিবি’র সমাবেশ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’