X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তাকসিম স্কয়ারে নতুন মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ২২:১২আপডেট : ২৮ মে ২০২১, ২২:১২

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইস্তান্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মনোরম মসজিদ উদ্বোধন করেছেন। শুক্রবার মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে দশক পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তিনি। ঐতিহাসিক এই স্কয়ারে ধর্মীয় চিহ্ন স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তাকসিম মসজিদ এবং এর ৩০ মিটার উঁচু গম্বুজ সম্বলিত এই স্থাপনাকে মুস্তফা কামাল আতার্তুকের তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতীকী হিসেবে তুলে ধরা হচ্ছে। যদিও কামাল আতার্তুকের সেক্যুলার দর্শন এরদোয়ানের দুই দশকের শাসনে বিলীন হয়ে গেছে।

কয়েক হাজার মুসল্লির সঙ্গে জুমার নামাজ আদায় করে শুক্রবার এরদোয়ান বলেছেন, এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে তুরস্কের একটি স্বপ্ন পূরণ হলো। এই মসজিদের আজান শেষ হওয়ার আগ পর্যন্ত শোনা যাবে।

মসজিদের বাইরে জড়ো হওয়া সমাবেশ লক্ষ্য করে এরদোয়ান বলেন, চার বছর আগে মসজিদটি কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এখানে নামাজ আদায়ের একটি কক্ষ পর্যন্ত ছিল না। পত্রিকা বিছিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতেন। একেবারে মুরগির খামারের মতো ছিল।

এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মসজিদটির নির্মাণ শুরু হয়। কিন্তু এটি নির্মাণ নিয়ে আইনি জটিলতা ও জনগণের বিতর্ক চলছিল প্রায় এক দশক ধরে।

শুক্রবার তুর্কি কর্মকর্তারা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখানো হয়েছে, ১৯৯৪ সালে ইস্তান্বুলের মেয়র থাকার সময় একটি ভবনের উপর দিয়ে স্থানটির দিকে আঙুল নির্দেশ করে বলছেন এখানে একটি মসজিদ নির্মিত হয়ে। সেই স্থানেই মসজিদটি নির্মিত হলো।

মসজিদ ভবনটিতে দুটি সুউচ্চ মিনার রয়েছে। এতে এক সঙ্গে চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। রয়েছে একটি প্রদর্শনি হল, একটি লাইব্রেরি, পার্কিং ও স্যুপ কিচেন।

মসজিদটির সমর্থকরা বলছেন, শহরের ব্যস্ততম কেন্দ্রে মুসলিমদের নামাজ আদায় করার মতো পর্যাপ্ত জায়গা নেই। আর বিরোধিরা এটিকে আতার্তুককে উৎসর্গ করা স্কয়ারে ধর্মীয় আবরণ দেওয়া হিসেবে দেখছেন।

 

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু