X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ন্যাটোর সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২২, ১৭:৫৩আপডেট : ১৫ মে ২০২২, ১৭:৫৫

ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো নিশ্চিত করেছেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড। রবিবার তিনি একথা জানান। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নিজেদের নীতির ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে তারা জোটের সদস্য হতে চাইছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, এটি ফিনল্যান্ডের ভুল সিদ্ধান্ত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার কারণে এবং জনমত জোটের সদস্য হওয়ার পক্ষে থাকার কারণে সুইডেনও ন্যাটো জোটের সদস্য হওয়ার আবেদন করতে পারে।

এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট নিনিস্তো ও প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছিলেন, ন্যাটো জোটে ফিনল্যান্ডের যোগদানের পক্ষে তাদের অবস্থান। এতে করে সদস্যপদের আবেদনের পথ সুগম হয়।

হেলসিঙ্কিতে প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের নিনিস্তো বলেন, আজ প্রেসিডেন্ট ও সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছি ফিনল্যান্ড ন্যাটো সদস্যদের জন্য আবদেন করবে।

শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন নিনিস্তো। এসময় তিনি ন্যাটোতে যোগদানের বিষয়ে ফিনল্যান্ডের পরিকল্পনার কথা জানিয়েছেন। পুতিন বলেছেন, এমন পদক্ষেপের ফলে রুশ-ফিনিশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটের সদস্য হওয়া নিয়ে আপত্তি তুলেছেন। এই বিষয়ে ফিনিশ প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার প্রস্তুত।

ন্যাটো জোটের সদস্য হিসেবে তুরস্ক ফিনল্যান্ডের আবেদনে ভেটো দিতে পারে।

/এএ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!