X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফিনল্যান্ড, সুইডেন, তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে: ন্যাটো প্রধান

বিদেশ ডেস্ক
২০ মে ২০২২, ০৫:২৩আপডেট : ২০ মে ২০২২, ০৫:২৩

ফিনল্যান্ড, সুইডেন ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। বৃহস্পতিবার কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

কোপেনহেগেনের সংবাদ সম্মেলনে জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‌তুরস্ক যে উদ্বেগ প্রকাশ করেছে আমরা সেদিকে দৃষ্টিপাত করছি।

এ সময় তিনি তুরস্ককে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আখ্যায়িত করেন।

ন্যাটো সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে জেন্স স্টোলটেনবার্গ বলেন, প্রত্যেক দেশেরই তার নিজের পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে। ফিনল্যান্ড ও সুইডেনও তার বাইরে নয়।

তিনি বলেন, আটলান্টিকের উভয় পাশের ভিন্ন ইতিহাস সম্বলিত ৩০টি মিত্র দেশেরও কিছু মতপার্থক্য রয়েছে। তবে ন্যাটোতে এসব মতপার্থক্য কাটিয়ে উঠতে সমর্থ হওয়ার দীর্ঘ রেকর্ড রয়েছে।

এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, সন্ত্রাসীদের ফিরিয়ে দেওয়ার আগে সুইডেনের প্রত্যাশা করা উচিত হবে না যে তুরস্ক ন্যাটোতে তাদের যোগদানকে সমর্থন করবে। সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধিদের তুরস্কে আসা উচিত হবে না, জোটে তাদের যোগদান নিয়ে আমাদের রাজি করাতে।

বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় এই পথে এগোলো দেশ দুটি।

তুরস্ক জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড এমন মানুষদের আশ্রয় দিচ্ছে, যারা সন্ত্রাসী। বিশেষ করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর জঙ্গি ও ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের আশ্রয় দিচ্ছে দেশ দুটি। ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনেছে তুরস্ক আর পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবের সোমবার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড ৩৩ জন মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য তুরস্কের আবেদনে সাড়া দেয়নি। এরদোয়ান বলেন, ফলে আপনারা আমাদের সন্ত্রাসীদের ফিরিয়ে দেবেন না অথচ আমাদের কাছে ন্যাটো সদস্যপদে সমর্থন চাইছেন? ন্যাটো একটি নিরাপত্তা জোট, নিরাপত্তা সংস্থা। তাই এই নিরাপত্তা জোটের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কিছুকে আমরা ‘হ্যাঁ’ বলতে পারি না।

/এমপি/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ