X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

খেরসনে বড় ধরনের লড়াইয়ের প্রস্তুতি ইউক্রেনীয় যোদ্ধাদের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২২, ১২:৪৫আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১২:৫১

পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার মধ্যেই দকৌশলগত খেরসন পুনরুদ্ধারে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণের ফ্রন্টে থাকা ইউক্রেনীয় সেনারা। এ বিষয়ে বিস্তারিত না জানালেও বুধবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সামনে ভালো খবর আসছে।

এদিকে ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, দখলকৃত খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে রুশ সেনারা ‘তীব্রতম লড়াইয়ের’ প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরটি রাশিয়া ও ইউক্রেনের জন্য কৌশলগত কারণে ব্যাপক গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে শহরটি থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় রুশ কর্তৃপক্ষ।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত খেরসন, যেটি যুদ্ধের শুরুর দিকেই দখল করে নেয় রুশ বাহিনী। আর সেপ্টেম্বরে অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্তির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খেরসনে কী ঘটছে বুধবার ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি তা উল্লেখ না করলেও কর্মকর্তাদের পাশাপাশি সামরিক বিশ্লেষকরা পূর্ভাবাস দিয়েছেন যে, গত আট মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুদ্ধের সবচেয়ে জোরালো লড়াই হতে যাচ্ছে খেরসনে।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, দুই দেশের বাহিনীর মধ্যে সবচেয়ে গুরুতর লড়াইটি পূর্ব ইউক্রেনের ডনেস্কের বাইরে আভদিভকা ও বাখমুতে হয়েছে। রাশিয়ার কমান্ডের পাগলামি এখানেই স্পষ্ট। গত কয়েক মাসে রুশ সেনারা সর্বোচ্চ আর্টিলারি হামলা চালিয়েছে। বেসামরিক নাগরিকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

এর মধ্যে কিয়েভের সেনারা বেশ কিছু গ্রাম মুক্ত করেছে রুশ বাহিনীর কাছ থেকে। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে মোতায়েনকৃত রুশ সেনারা ইউক্রেনীয়দের ঘেরাওয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় রুশ কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের নদীর পূর্ব তীরে চলে যাওয়ার জন্য উৎসাহিত করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, খেরসন থেকে রুশ সেনাদের পিছু হটার কোনও ইঙ্গিত দেখা যাচ্ছে না। সব কিছুই স্পষ্ট। রাশিয়া নিজেদের শক্তিশালী করছে, পুনরায় সংগঠিত হচ্ছে। তিনি আরও বলেন, এর অর্থ হলো কেউ শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে না। উল্টো খেরসনে তীব্রতম লড়াই হতে চলেছে।

সূত্র: রয়টার্স, এএফপি

/এলকে/
সম্পর্কিত
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
সর্বশেষ খবর
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়