X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে কেন বৈঠক করলেন কিম-পুতিন?

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮

রাশিয়ার মহাকাশ  উৎক্ষেপণ কেন্দ্র ভস্টোচনি কসমোড্রোমে রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য সেখানে মিলিত হন প্রভাবশালী এই দুই নেতা। ‘পশ্চিমা সাম্রাজ্যবাদ’ রুখে দিতে এক সঙ্গে লড়াইয়ের কথা কিমকে বলেছেন পুতিন।

ভোস্টোচনি কসমোড্রোম কী এবং কোথায় অবস্থিত?

ভস্টোচনি কসমোড্রোম রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র। এটি রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে অবস্থিত। ভ্লাদিভোস্টক থেকে সড়ক পথে দূরত্ব প্রায় ৯০০ মাইল উত্তরে অবস্থিত। এটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণায় অগ্রগামী ভূমিকা পালন করছে এই কেন্দ্রটি।

কিংস কলেজ লন্ডনের মহাকাশ নিরাপত্তা বিশেষজ্ঞ মার্ক হিলবোর্ন মঙ্গলবার একটি ই-মেইল সাক্ষাৎকারে বলেছেন, ভস্টোচনি কসমোড্রোম এখন রাশিয়ার মূল মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। এটি তুলনামূলকভাবে নতুন ও স্বায়ত্বশাসিত।

এটি প্রতিষ্ঠার জন্য ২০০৭ সালে প্রস্তাব করেছিলেন পুতিন। এই কসমোড্রোমটি মহাকাশ গবেষণায় অন্য দেশের ওপর  রাশিয়ার নির্ভরতা কমিয়েছে। ২০ শতকের মাঝামাঝি সময় থেকে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমের ওপর নির্ভরশীল ছিল। কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম ভাড়া নিয়ে মহাকাশ গবেষণা কাজ চালিয়ে যাচ্ছিল রাশিয়া। এটিই রাশিয়ার প্রাথমিক উৎক্ষেপণ কেন্দ্র ছিল।

সিনিয়র আইনপ্রণেতা ইরিনা ইয়ারোভায়া ২০১৬ সালে বলেছিলেন, ভোস্টোচনি কসমোড্রোম রাশিয়ার নিজস্ব মহাকাশ গবেষণা কেন্দ্র। এটি প্রতিষ্ঠা করার করণ হলো, কারও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে যেকোনও মহাকাশযানকে যেন মহাকাশ কক্ষপথে আমরা উৎক্ষেপণ করতে পারি।

এখানে কেন কিমের সঙ্গে বৈঠক?

এই মহাকাশ উৎক্ষেপণেকন্দ্র পুতিনের শক্তি প্রদর্শন করে। তাছাড়া এটি  দীর্ঘকাল ধরেই রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে জড়িত।

কিমের সঙ্গে সাক্ষাতের জন্য কসমোড্রোমটি নির্ধারণ করেছেন পুতিন। কিমকে সব কিছু দেখিয়েছেন যাতে তার সমর্থন পাওয়া যায়।  

হিলবোর্ন বলেন, মহাকাশ কেন্দ্রে সাক্ষাৎ করা উত্তর কোরিয়ার মহাকাশ কর্মসূচির প্রতি রুশ সমর্থনের ইঙ্গিতও হতে পারে।

গত মাসে উত্তর কোরিয়া দুটি প্রচেষ্টায় ‘মহাকাশ উৎক্ষেপণ যান’ কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়েছে। তবে তারা বলেছে, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কসমোড্রোমে কিম রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ এবং গ্রাউন্ড-বেসড স্পেস ইনফ্রাস্ট্রাকচারের সেন্টার ফর অপারেশনের জেনারেল ডিরেক্টর নিকোলাই নেসটেকুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উত্তর কোরীয় নেতার কাছে মহাকাশ বন্দরের সুবিধাগুলো বর্ণনা করা হয়েছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সর্বশেষ খবর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ