X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৫২ বছর পর সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৪, ১২:০৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:২৬

স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মাগ্রেইটে। প্রায় ৫২ বছর ক্ষমতায় থাকার পর ২০২৩ সালের শেষ দিনে এ ঘোষণা দেন মাগ্রেইটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

নতুন বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছাড়বেন মাগ্রেইটে। সেদিন তার ক্ষমতায় থাকার ৫২ বছর পূর্তি হবে। এর আগে ১৯৭২ সালের ১৪ জানুয়ারি সিংহানে আরোহণ করেন মাগ্রেইটে। 

মাগ্রেইটের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন যুবরাজ ফ্রেডেরিক। রাজ সিংহাসন ছাড়লেও রানির রাজকীয় উপাধি ‘হার ম্যাজেস্টি’ বজায় থাকবে। 

ডেনমার্কের অ্যামালিয়েনবার্গের নবম ক্রিশ্চিয়ান প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে রানি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই সঠিক সময়। আমার বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর আগামী ১৪ জানুয়ারি আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে যুবরাজ ফ্রেডেরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি। 

তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতে তাঁর পিঠের অস্ত্রোপচার হবে। সেই বিবেচনায় তিনি যদি তাঁর পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে না পারেন সে কারণেই তিনি অগ্রিম এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান। 

এদিকে, রানির পদত্যাগের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। তিনি রানিকে তাঁর দীর্ঘ সময়ের সেবার জন্য জাতির তরফ থেকে ধন্যবাদ জানান। ফ্রেডেরিকসেন বলেন, জনগণের পক্ষ থেকে আমি রানিকে তার আজীবন উৎসর্গ ও রাজ্যের জন্য অক্লান্ত প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

/এসএসএস/
সম্পর্কিত
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস