X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইউক্রেন নিয়ে দাভোসের আলোচনায় কোনও ফলাফল আসবে না: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩০

সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আয়োজিত আলোচনায় কোনও ফলাফল আসবে না বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার (১৫ জানুয়ারি) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি একেবারে আলোচনার জন্য আলোচনা। এই প্রক্রিয়াটি কোনও নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নয়, কারণ আমরা তাতে অংশগ্রহণ করছি না। আমাদের অংশগ্রহণ ছাড়া যেকোনও আলোচনায় কোনও ফলাফল না আসা অবধারিত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এই আক্রমণকে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রায় দুই বছর ধরে চলমান রয়েছে। এই যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে মস্কোর বৃহত্তম সংঘাতে পরিণত হয়েছে।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন। গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়টি বিশ্বের ধনী দেশগুলোর শীর্ষ এজেন্ডায় রয়েছে।

ইউক্রেন দাবি করে আসছে, তাদের ভূখণ্ড থেকে সব রুশ সেনা বিতাড়িত হওয়ার আগ পর্যন্ত তারা লড়াই করে যাবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আইন জারি করে রাশিয়ার সঙ্গে আলোচনা বেআইনি ঘোষণা করেছেন।

ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। কিয়েভের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। তাদের দাবি, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া শান্তি অর্জনের চেষ্টা অবান্তর।

জেলেনস্কির প্রস্তাবিত দশ দফার শান্তি পরিকল্পনায় ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার, শত্রুতার অবসান এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্ত পুনর্বহাল করার প্রস্তাব করা হয়।   

/এএ/
সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড