X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রুশ বিমান হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১৮:৩০আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৮:৩০

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি বড় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই হামলা চালায় রুশবাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ায় দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলা জোরদার করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিদ্যুৎ কোম্পানিটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, রুশ হামলায় ট্রিপিলস্ক কয়লা বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সত্যতা নিশ্চিত না হওয়া ভিডিওতে দেখা গেছে, সোভিয়েত আমলের কারখানা থেকে বড় আকারের আগুন লেগেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উড়ছে।

সন্ত্রাসী হামলা উল্লেখ করে নিন্দা জানিয়ে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চোখ বন্ধ করে থাকা ও দীর্ঘ আলোচনা নয়, আমাদের প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ও অন্যান্য প্রতিরক্ষা সহযোগিতা।

গত মাসে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় রাশিয়া দূরপাল্লার বিমান হামলা পুনরায় শুরুর পর পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য কিয়েভ জোরালো আহ্বান জানিয়ে আসছে।

বৃহস্পতিবারের হামলায় ইউক্রেনের তাপ ও জল বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির জ্বালানি ব্যবস্থার টিকে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার বলেছেন, রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৯টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ ব্যবস্থা। মোট ৮২টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভের কাছে ধ্বংস হওয়া বিদ্যুৎকেন্দ্র থেকে কিয়েভ, চেরকাসি, ঝিটোমির অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হতো। রাষ্ট্রীয় কোম্পানি সেন্ট্রেনারগো এটির মালিক।

কোম্পানিটির কর্মকর্তা আন্দ্রিই গোটা বলেছেন, সব কিছু ধ্বংস হয়ে গেছে।

রুশ হামলায় ইউক্রেনের দুটি ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এগুলো এখনও সচল রয়েছে।

/এএ/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে