X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

মধ্য ইউরোপে ভয়াবহ বন্যার শঙ্কা, মোকাবিলার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০১

মধ্য ইউরোপে আসন্ন ভয়াবহ বন্যার আশঙ্কায় প্রস্তুতি শুরু হয়েছে। অস্ট্রিয়ায় বালুর বস্তা প্রস্তুত করা হচ্ছে, চেক প্রজাতন্ত্রে জলাধার খালি করা হয়েছে, আর পোল্যান্ডে ফ্লাশ বন্যার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই’। দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার পর ওরক্লায় একটি ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অস্ট্রিয়ায় ইতোমধ্যে প্রবল বৃষ্টিপাত ও পর্বতাঞ্চলে তুষারপাতের কারণে ভ্রমণ বিঘ্নিত হয়েছে। দেশটির চ্যান্সেলর কার্ল নেহামার জানিয়েছেন, প্রয়োজন হলে সেনাবাহিনী এক হাজার সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে সরকার।

২০০২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মানুষের মনে গেঁথে আছে। প্রাগের ঐতিহাসিক মালা স্ত্রানা অঞ্চলের চের্তোভকা খাল সুরক্ষার জন্য ভারী স্টিলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জলাধারগুলো খালি করে রাখা হচ্ছে যাতে ১৯৯৭ ও ২০০২ সালের মতো বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

এদিকে পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জরুরি সেবার ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, সেখানকার পরিস্থিতি খুব উদ্বেগজনক নয়, তবে স্থানীয়ভাবে ফ্লাশ বন্যার শঙ্কা রয়েছে। মালোপলস্কা প্রদেশে দুই মিলিয়ন বালুর বস্তা মজুদ করা হয়েছে। আরও এক মিলিয়ন বালুর বস্তা রয়েছে ওরক্লা প্রদেশে।

অস্ট্রিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা জানিয়েছে, কিছু অঞ্চলে ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও তা ২০ সেন্টিমিটার অতিক্রম করবে। এই বৃষ্টিপাতের কারণে মধ্য ইউরোপের বিস্তৃত অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
৬৩ বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, অবশেষে মিললো সন্ধান
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খালেদা জিয়ার দেশে ফেরাবিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর