বার্লিনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনাকারী সন্দেহে এক লেবানিজ নাগরিককে গ্রেফতার করেছে জার্মানি। রবিবার (২০ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়। মার্কিন রাজনৈতিক পত্রিকা দ্য পলিটিকো এই খবর জানিয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তিকে ওমর এ. নামে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে সমর্থন করে এবং ইসরায়েলি দূতাবাসে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করছেন।
এক বিবৃতিতে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজন আইএস-এর এক সদস্যের সঙ্গে অনলাইনে হামলার বিষয়ে আলোচনাও করতেন।
জার্মানিতে আশ্রয়প্রার্থী হিসেবে প্রবেশকারী ব্যক্তিদের হিংসাত্মক হামলা করার প্রবণতা বেড়ে গেছে। আগস্টে পশ্চিমাঞ্চলীয় সোলিংজেন শহরে ছুরি হামলার পর থেকে দেশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং অভিবাসন মোকাবিলার জন্য চাপের মধ্যে রয়েছে জার্মান সরকার।
অভিবাসন রোধে ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপের ঘোষণা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। এর মধ্যে শেনজেন এলাকার সীমান্ত চেক এবং দ্রুত নির্বাসনের পরিকল্পনাও রয়েছে।
চলতি সপ্তাহের ইউরোপীয় কাউন্সিলে নেতাদের আলোচনায় অভিবাসন গুরুত্ব পেয়েছে। আফগানিস্তান ও সিরিয়ায় অভিবাসীদের ফেরত পাঠাতে ইইউ নেতারা নির্বাসন কেন্দ্রকে সমর্থন করছে বলে মনে হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডর লিয়েনও কাউন্সিলের বৈঠকের পর কঠোর আইনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে, চলতি সপ্তাহে ১২ অভিবাসীকে আলবেনিয়ার প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠিয়েছিল ইতালি। তবে বিচারক এই পদক্ষেপটিকে অবৈধ বলায় তাদের ফিরিয়ে আনতে হয়েছিল।