X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের হাজি আলি দরগায় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১৭:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:২৮

মুম্বাইয়ের হাজি আলি দরগায় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে ভারতের মুম্বাইয়ে অবস্থিত হাজি আলি দরগায় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। সোমবার ভারতের সুপ্রিম কোর্টকে এ তথ্য জানিয়েছে দরগা ট্রাস্ট। প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তনের জন্য সর্বোচ্চ আদালতের কাছে থেকে সময় চেয়েছে কর্তৃপক্ষ। ফলে একমাসের মাথায় দরগায় পুরুষের সমান প্রবেশাধিকার পেতে পাবেন নারীরা।

সোমবার ট্রাস্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানানো হয়ে, হাজি আলিতে নারীদেরও পুরুষের সমান প্রবেশাধিকার দিতে ট্রাস্ট প্রস্তুত। তবে তার জন্য বিশেষ অবকাঠামো প্রয়োজন বলে ট্রাস্টের পক্ষ জানানো হয়। আর এ অবকাঠামো তৈরির জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে একমাস সময় চেয়ে নেওয়া হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার চার সপ্তাহ সময় দিয়েছে হাজি আলি দরগা ট্রাস্টকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে চার সপ্তাহের মধ্যেই অবকাঠামো তৈরির কাজ শেষে নারীরা পূর্ণ প্রবেশাধিকার পাবেন দরগাতে।

বম্বে হাইকোর্ট এর আগে হাজি আলি দরগা ট্রাস্টকে নারীদের পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিল। ট্রাস্ট  সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করে।

শুনানিতে প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এল নাগেশ্বরা রাও-এর বেঞ্চ আশা প্রকাশ করেছিলেন, দরগার ট্রাস্ট প্রগতিশীল সিদ্ধান্ত নেবে। নারীদের প্রবেশ করতে না দেওয়ার মতো প্রথা আঁকড়ে থাকবে না। অবশেষে সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে নিল ট্রাস্ট।

ইসলামে কবরস্থানে নারীদের প্রবেশের অনুমতি নাই উল্লেখ করে ২০১১ সালে হাজি আলি দরগাহ ট্রাস্ট নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

মুম্বাইয়ের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা হাজি আলি দরগাতে শুধু মুসলিমরা নয় প্রতি সপ্তাহে অনেক হিন্দু পূণ্যার্থীও যান। মক্কায় হজ করতে যাওয়ার সময় নিজের সব সম্পদ দান করে যাওয়া বিত্তবান এক মুসলমানের স্মরণে দরগাহটি নির্মাণ করা হয়েছিল ১৫ শতকে। সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’