X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভিভিআইপি থেকে 'কয়েদি নম্বর ১৯৯৭'

আরশাদ আলী
২৮ আগস্ট ২০১৭, ২১:৩২আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০০:৪১

ক'দিন আগেই রাষ্ট্রের কাছে ভিভিআইপি জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। আজ একই সেই ভারতে তিনি আর  যেন কোনও নামধারীই নন। ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড পাওয়ার পর, রাম রহিম এখন কেবলই এক কয়েদি নম্বর।  স্বঘোষিত ও্‌ই ধর্মগুরুর পরিচয় এখন 'কয়েদি  নম্বর ১৯৯৭'।,

ভিভিআইপি থেকে 'কয়েদি নম্বর ১৯৯৭'

 

বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দুই ধর্ষণ মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সোমবার রোহতক কারাগারে অস্থায়ী আদালতে এই রায় ঘোষণার পর রাম রহিমের স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে নেওয়ার সময় তাকে কয়েদির পোশাক পরানো হয়েছে। রোহতাক কারাগারের ১৯৯৭ নম্বর কয়েদি এখন রাম রহিম।

বিচার চলাকালে নিজেকে নির্দোষ দাবি করলেও রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চেয়েছেন তিনি।  ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে,  যখন সাজা ঘোষণা করা হচ্ছিল তখন স্বঘোষিত এ ধর্মগুরু কান্নায় ভেঙে পড়েন। সাজা মওকুফের জন্য বিচারপতির কাছে করজোড়ে আবেদন জানান তিনি। 

আদালতে উপস্থিত ছিলেন এমন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন খবরটি জানিয়েছে। তবে আদালতে রাম রহিমের এমন আচরণকে নাটক হিসেবে উল্লেখ করেছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ। বলা হয়, আদালত কক্ষে সাজা ঘোষণা প্রক্রিয়া শুরু হতেই তিনি রীতিমতো নাটক শুরু করে দেন বলে খবর পাওয়া গেছে। চেয়ারে না বসে মাটিতে বসে চোখে পানি এনে সহানুভূতি পাওয়ার চেষ্টা করতে থাকেন, যাতে সাজার মাত্রা কম হয়।

এর আগে শুক্রবার ২০০২ সালে দায়ের করা দুটি ধর্ষণ মামলায় দোষীয় সাব্যস্ত করা হয় রাম রহিমকে। ওই দিনই তার ভক্তরা ব্যাপক সহিংস তাণ্ডব চালায়। নিহত হন ৩৮ জন মানুষ। শুক্রবার পাঁচকুলা আদালত থেকে তাকে হেলিকপ্টারে করে রোহতক কারাগারে আনা হয়। নেওয়া হয় রোহতকে পুলিশ কর্মকর্তাদের একটি রেস্ট হাউসে। সঙ্গে তার পালিতা কন্যা হানিপ্রিতও ছিলেন। ‘গুরুর’ সঙ্গে ব্যাগ ও স্যুটকেস নিয়ে আসারও অনুমতি দেওয়া হয়। রাখা হয় একটি বিশেষ সেলে। অভিযোগ ওঠে সেখানে তাকে বোতলজাত পানি সরবরাহ করা হচ্ছে এবং একজন সহকারীও রাখা হয়েছে তার জন্য। এ নিয়ে তুমুল সমালোচনা হয় ভারতের সংবাদমাধ্যমে।

তবে কারা কর্মকর্তারা দাবি করেছিলেন, শুক্রবার সাড়ে তিনটার দিকে রাম রহিম সুনারিয়া জেলে পৌঁছান এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর পরই তাকে সেলে পাঠিয়ে দেওয়া হয়। কারা পুলিশের মহাপরিচালক কেপি সিং শনিবার জানিয়েছিলেন, রাম রহিম অন্য সাধারণ কারাবন্দিদের মতো মেঝেতে ঘুমিয়েছেন।

জেল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন জানিয়েছিল, নিদ্রাহীন রাত কেটেছে বিতর্কিত এ গুরুর। রাতে একটি রুটি ও এক গ্লাস দুধ খেয়েছেন তিনি।

রাম রহিম নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত ও বিতর্কিত ছিলেন। চামড়া ও রাইনস্টোন রাম রহিমের খুব প্রিয়। তার পোশাক-আশাকে এই দুটো জিনিস প্রায়ই দেখা যায়। ধর্মীয় গুরু ছাড়াও রাম রহিম একজন গায়ক। অভিনেতা হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি এমএসজি: দ্য মেসেঞ্জার, এমএসজি২ দ্য মেসেঞ্জার, এমএসজি: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট নামে তিনটি ছবিতে অভিনয় করেন। সূত্র: নিউজএইটিন, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

 

/এএ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট