X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে কেন আলোচনায় হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু?

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৬

কাশ্মির পুলিশের পরিবারের সদস্যদের অপহরণ ও মুক্তির ঘটনায় আবারও সামনে এসেছে রিয়াজ নাইকু নামে এক হিজবুল মুজাহিদিন কমান্ডারের নাম। এই মুহূর্তে ভারতীয় কর্তৃপক্ষের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি রিয়াজ নাইকু। ২০১৬ সালে কাশ্মিরের বিদ্রোহের অন্যতম পরিচিত মুখ বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর নজরে আসেন ৩০ বছর বয়সী নাইকু। তার মাথার মূল্য ১২ লাখ রুপি নির্ধারণ করেছে ভারত।

কাশ্মিরে কেন আলোচনায় হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু?

জম্মু-কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিকে ভারতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে থাকে। আদর্শগতভাবে সংগঠনটি কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে।

কাশ্মিরের পুলওয়ামা জেলার অবন্তিপুর শহরের দুরবাগ এলাকার নাইকু মহল্লার বাসিন্দা রিয়াজ নাইকুকে ‘এ++’ ক্যাটারগরির সন্ত্রাসী বিবেচনা করে ভারত। কাশ্মিরের এই ক্যাটাগরিতে পড়া বিদ্রোহীদের মোস্ট ওয়ান্টেড ধরা হয়। গত বছরের জুন মাসে সাবজার ভাট নিহত হওয়ার পর হিজবুল মুজাহিদিনের কাশ্মির উপত্যকার প্রধান নিযুক্ত হন রিয়াজ নাইকু।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের কেন্দ্রীয় এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘ নাইকুকে এখন পুরো উপত্যকায় হিজবুল মুজাহিদিনের সামগ্রিক কমান্ডার বিবেচনা করা হয়। গত এক বছরে নিরাপত্তা বাহিনী তাকে ঘেরাও করলেও প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।’ ওই কর্মকর্তা বলেন, নাইকু এমনভাবে তার ইমেজ গড়ে তুলেছেন যেন তিনি এক আধুনিক বিদ্রোহী। তিনি বলেন, গত বছর প্রকাশ করা এক ভিডিওতে নাইকু বলেন কাশ্মিরি পণ্ডিতদের ফিরে আসাকে স্বাগত জানাবেন তিনি। দাবি করেন কাশ্মিরের বিদ্রোহীরা পণ্ডিতদের শত্রু নয়।

নাইকুর দুই ঘনিষ্ট সহকারী আলতাফ খসরু ও সাদ্দাম পেদ্দার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। ধারণা করা হয় নিহত সতীর্থদের শেষকৃত্যে ‘গান স্যালুট’ দিয়েছিলেন রিয়াজ নাইকু। আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহত বিদ্রোহীদের শেষকৃত্যের সময়ে শ্রদ্ধা জানাতে ফাঁকা গুলি ছুঁড়েছিলেন নাইকু।

নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, নিজের ইমেজ ব্যবহার করে দক্ষিণ কাশ্মিরের অনেক তরুণকে বিদ্রোহের পথে টেনে নিতে পেরেছেন রিয়াজ নাইকু। বুধবার সন্ধ্যায় রিয়াজ নাইকুর বাবা আসাদুল্লাহ নাইকুকে পুলিশ আটকের পরই পুলিশ পরিবারের ১১ সদস্যকে অপহরণ করে হিজবুল মুজাহিদিনের সদস্যরা।

শুক্রবার রাতে নতুন এক অডিও বার্তায় হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু অপহৃতদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। একই সঙ্গে তিনি হুমকি দেন, তার সতীর্থদের যেসব আত্মীয়স্বজনকে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী আটক করে রেখেছে, তাদের তিনদিনের মধ্যে যদি না ছেড়ে দেওয়া হয়, তাহলে পুলিশ-কর্মীদের আত্মীয়দের বড় শাস্তি পেতে হবে। পুলিশ সদস্যদের ‘ভারতীয় এজেন্ট’ না হওয়ারও আহ্বান জানান তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/জেজে/এএ/
সম্পর্কিত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?