X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদ, উত্যক্তকারী ও তাদের অভিভাবকদের পাল্টা হামলা!

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৮, ২১:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২২:০৪

যৌন হয়রানি ও কটূক্তির প্রতিবাদে ভারতের একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে উত্যক্তকারীরা তো বটেই সেই সঙ্গে তাদের অভিভাবকরা মিলে ওই নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনা ঘটেছে দেশটির বিহার প্রদেশের সুপল জেলায়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার ঘটনায় ভারতজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে নারী সুরক্ষায় কাজ করা অধিকার কর্মীরা। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে

‘কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়’ নারীদের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। উত্যক্তকারীরা সেখানে মেয়েদের হয়রানি করত এবং শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে অনাকাঙ্ক্ষিত শব্দ লিখত। প্রতিষ্ঠানের কয়েক জন শিক্ষার্থী গত শনিবার (৬ অক্টোবর) উত্যক্তকারীদের এমন আচরণের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত উত্যক্তকারীরা সংগঠিত হয়ে হামলা চালায়। এই হামলায় তাদের সঙ্গে যোগ দেয় তাদের অভিভাবকরাও! হামলায় ১২ থেকে ১৪ বছর বয়সী ৩৪/৩৬ জন নারী শিক্ষার্থীরা আহত হয়। হামলার শিকার একজন মেয়ের বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে স্থানীয় সংবাদপত্র বিহার পোস্ট। সেখানে মেয়েটিকে বলতে শোনা গেছে, ‘তারা আমাদের সবাইকে মেরেছে। আমাদের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, ওড়না কেড়ে নিয়েছে।’

সুপলের জেলা শিক্ষা কর্মকর্তা জগপতি চৌধুরী বলেছেন, ‘মেয়েরা স্কুলের ভেতর খেলা করছিল। সেখানে হঠাৎ কিছু ছেলে গিয়ে উপস্থিত হয় এবং তাদের যৌন হয়রানির চেষ্টা করে। মেয়েরা এর প্রতিবাদ জানায়। আর তার প্রতিক্রিয়ায় হামলার পরিকল্পনা করা হয়। ছেলেদের সঙ্গে তাদের অভিভাবকরা জড়ো হয়ে মেয়েদেরকে মারধর করে। মেয়েরা আহত ও ভীত-সন্ত্রস্ত। তারা খুব ছোট, ক্লাস সিক্স-সেভেনে পড়ে। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

‘কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়টি’ একটি বিশেষ বিদ্যালয়। এটি সরকারি প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু ও অত্যন্ত নিম্ন আয়ের পরিবারের মেয়েদের নূন্যতম শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এমন আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে।

ভারতের ‘সেভ দ্য চিলড্রেনের’ শিশু সুরক্ষা বিভাগের প্রধান প্রভাত কুমার মন্তব্য করেছেন, ‘এই ঘটনা বিশেষভাবে তাত্তপর্যপূর্ণ। কারণ এটি ঘটেছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। প্রান্তিক সম্প্রদায়গুলোতে বসবাস করা এসব মেয়ে শিশুদের আবাসিক স্কুলে এনে পড়াশোনা করানোর বিষয়টি বাস্তবায়ন করাটা অনেক কঠিন কাজ ছিল। এটি খুবই দুখের বিষয়, ছেলেরা হামলা চালাতে এসেছিল তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে। অথচ তাদের অভিভাবকদের উচিত ছিল ছেলেদের বুঝিয়ে শান্ত করা।’

/এএমএ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড